শীতকালীন সেলে অর্ধেকের কম দামে বিক্রি হচ্ছে Vivo X100 5G, ক্যামেরায় হার মানবে ডিএসএলআর

Vivo X100 5G স্মার্টফোনের ফিচারের কথা বললে, এতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।‌

Update: 2024-11-22 05:22 GMT

Vivo X100 5G Discount Offer

Vivo X100 5G Half Price, Vivo X100 5G features, Vivo X100 5G price, Vivo X100 5G camera,আমরা নতুন স্মার্টফোন অনলাইনে কেনার জন্য অ্যামাজন ও ফ্লিপকার্টে ঢুঁ মারি। তবে Croma রিটেল সাইটেও গ্যাজেটের উপর মাঝে মাঝে লোভনীয় ডিল দেওয়া হয়। এই মুহূর্তে এই ওয়েবসাইটে উইন্টার স্পেশাল সেল চলছে। এই সেলে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন Vivo X100 5G অফারের সাথে কেনা যাবে। এতে পাওয়ারফুল প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি রয়েছে। আর ভিভো এক্স সিরিজের ডিভাইসে বরাবরই দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকে। আসুন ক্রোমাতে স্মার্টফোনটি কত দামে অর্ডার করা যাবে দেখে নেওয়া যাক।

Vivo X100 5G ভারতে দাম ও ক্রোমা সেল অফার

এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১,৪৭,৪৫৬ টাকা। তবে ক্রোমা উইন্টার স্পেশাল সেলে ভিভো এক্স১০০ ৫জি মাত্র ৬৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। অর্থাৎ এর উপর ৫৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ব্যাঙ্ক অফার।

আপনার কাছে যদি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনি ৫,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে অফার রয়েছে। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফার আছে। আর ভিভোর এই ফোন ৩,০১৩ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে।

ভিভো এক্স১০০ ৫জি স্পেসিফিকেশন ও ফিচার

এই স্মার্টফোনের ফিচারের কথা বললে, এতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।‌ পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। এতে অ্যান্ড্রয়েড ১৫ আপডেটও আসবে।

ক্যামেরা ও ব্যাটারি

এই ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল আইএমএক্স৯২০ প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News