OnePlus V Fold: ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় বিরাট চমক, এবার নতুন ফ্লিপ ফোন আনছে ওয়ানপ্লাস
OnePlus V Flip নামে প্রথম ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে বাজার কাঁপাতে চলেছে সংস্থা। সূত্রের খবর, এই ডিভাইসটি লঞ্চ হতে পারে ২০২৫ সালে।
২০২৫ সালে প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে OnePlus। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই তথ্য ফাঁস করেছে। তিনি পোস্টে দাবি করেছেন, এই ফ্লিপ ফোনটির নাম হবে OnePlus V Flip। ডিভাইসটি ২০২৫ সালে এপ্রিল থেকে জুনের মধ্যে লঞ্চ হতে পারে।
এই তথ্য যদি সত্যি হয়, তাহলে এটি ওয়ানপ্লাসের দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন হবে। চলতি বছরের শুরুতেই ওয়ানপ্লাস ওপেন লঞ্চ করেছে সংস্থা। এই ডিভাইস ফোল্ডেবেল স্মার্টফোনের বাজারে ওয়ানপ্লাসকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
OnePlus V Flip ফ্লিপ ফোন: কী আশা করা যায়
রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওয়ানপ্লাসের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটি ওপ্পো ফাইন্ড এন৫ ফ্লিপের একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে বেশ কিছু টেক রিপোর্টে দাবি, ওপ্পো-এর ফ্লিপ ফোনের তুলনায় ওয়ানপ্লাসের এই ফ্লিপ ফোনে ইউনিক ডিজাইন ও ফিচার থাকতে পারে।
বর্তমানে বাজারে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজ এবং মোটোরোলা রেজারের মতো অন্যান্য ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনেথ বিকল্প রয়েছে। এই দুই সংস্থাকে টক্কর দেবে ওয়ানপ্লাস। এই ক্রমবর্ধমান সেগমেন্টে জমি দখল করতে প্রতিযোগিতামূলক দামে প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি অফার করতে পারে সংস্থা।
প্রসঙ্গত, ২০২৫ সালে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ওপেন ২। জানা গিয়েছে, বইয়ের মতো ডিজাইন সহ এই ফোল্ডেবল স্মার্টফোন উল্লেখযোগ্য আপগ্রেডের সঙ্গে আসতে পারে। এই ডিভাইসে ওয়্যারলেস চার্জিং-সহ একটি ৫,৭০০এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকবে বলে শোনা গিয়েছে। মিলবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ। সঙ্গে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অপটিক্যাল জুম-সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।