১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম শুরু মাত্র ৮৪৯৯ টাকা থেকে, Redmi আছে লিস্টে

এই মুহূর্তে ই-কমার্স সাইট অ্যামাজন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের (108MP Camera Phone) সাথে দুর্দান্ত অফার দিচ্ছে।

Update: 2024-11-22 05:31 GMT

বাজারে এখন একাধিক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন উপস্থিত। আর এই ডিভাইসগুলিতে আপনি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাও পাবেন। অর্থাৎ আপনি কম দামেও দুর্দান্ত ক্যামেরা ফোন কিনতে পারবেন। আর এই মুহূর্তে ই-কমার্স সাইট অ্যামাজন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের (108MP Camera Phone) সাথে দুর্দান্ত অফার দিচ্ছে। তাই আপনি যদি কম খরচে ফটোগ্রাফির জন্য কোনো মোবাইল খুঁজে থাকেন তাহলে এটাই সঠিক সময় পছন্দের ডিভাইস কেনার।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন

Itel S24

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা স্মার্টফোন এটি। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। আবার এর সাথে ৬৩৭ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাথে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে,‌ মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 13 5G

রেডমির সবথেকে সস্তা ১০৮ মেগাপিক্সেল ফোন খোঁজ করলে রেডমি ১৩ ৫জি কিনতে পারেন। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৬৪০ টাকা। তবে এর সাথে কোনো ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে না। তবে ক্রেতারা নো কস্ট ইএমআই ও এক্সচেঞ্জ অফারের ফায়দা নিতে পারবেন। এতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

Honor 200 Lite 5G

অনারের এই ৫জি ফোনে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ আছে। অ্যামাজনে এটি এখন ১৯,৯৯৮ টাকায় অর্ডার করা যাবে। আবার এসবিআই ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি‌ রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Tags:    

Similar News