মাত্র ১৪ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের স্মার্টফোন
ফ্লিপকার্টে Infinix Note 40X 5G এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২১,৯৯৯ টাকা। তবে এটি এখন ৩৬ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
আপনি যদি লেটেস্ট ফিচারের কোনো ফোন কিনতে চান তাহলে ভারতীয় বাজারে একাধিক বিকল্প উপস্থিত। তবে যদি আমরা বলি যে, বাজেটের মধ্যে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন খুঁজে দেখান, তাহলে কিন্তু আপনার হাতে বিকল্প কম। যদিও আমরা আপনাকে একটি ডিভাইসের কথা বলতে পারি। আর এই ফোনের নাম Infinix Note 40X 5G। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। এর দাম রাখা হয়েছে মাত্র ১৩,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেটে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড নচ ফিচারের মত ডায়নামিক বার উপস্থিত।
Infinix Note 40X 5G : দাম ও অফার
ফ্লিপকার্টে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২১,৯৯৯ টাকা। তবে এটি এখন ৩৬ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। অর্থাৎ স্মার্টফোনটি বর্তমানে ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। ফলে ৮,০০০ টাকা ছাড় মিলছে।
এছাড়া রয়েছে ব্যাঙ্ক অফার। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭০০ টাকা ডিসকাউন্ট মিলবে। শুধু তাই নয়, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্র্যানজ্যাকশন করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। সাথে ১১,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্সের এই ৫জি স্মার্টফোনে আছে বড় ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চলবে।
ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও এআই লেন্স। আর সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।