চীনা অ্যাপ টিকটক ব্যবহারকারীদের জন্য বিশেষ পরামর্শ বার্তা ভারত সরকারের

By :  techgup
Update: 2020-05-08 07:36 GMT

বিশ্বের অন্যতম বড় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন TikTok কিছুদিন আগেই ২ বিলিয়ান ডাউনলোডের মাইলস্টোন পার করেছে। এরমধ্যে প্রায় ৬১১ মিলিয়ান ডাউনলোড হয়েছে শুধুমাত্র ভারত থেকে। তাই এই অ্যাপ্লিকেশনের জন্য ভারত একটি অন্যতম বড় মার্কেট। বর্তমানে এই অ্যাপ্লিকেশনের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া জনপ্রিয়তার সাথে সাথে, ভারত সরকার এই দেশের টিকটক ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ বার্তা দিয়েছে।

এই পরামর্শগুলিতে মূলত অ্যাকাউন্ট প্রাইভেট করা, কারা তাদের ভিডিওগুলি দেখতে পারবে ইত্যাদি সামিল আছে। এই সুরক্ষা পরামর্শগুলি শেয়ার করা হয়েছিল ইনফরমেশন সিকিউরিটি অ্যাওয়ারনেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। আসুন জেনে নেওয়া যাক এই সতর্কবার্তা এবং পরামর্শগুলি কি-

• নিজের অ্যাকাউন্ট প্রাইভেট রাখুন।
• ডাউনলোড ভিডিও ফিচারটি বন্ধ করে রাখুন।
• আপনার ভিডিওগুলিতে কমেন্ট খুব বেশি হলে বন্ধুদের জন্য অপশন খোলা রাখুন।
• যদি আপনি সবার জন্য কমেন্ট অপশন খোলা রাখেন তাহলে কমেন্ট ফিল্টারের মাধ্যমে সেগুলো অবশ্যই ফিল্টার করুন।

• অভিভাবকদের জানার চেষ্টা করা উচিত যে কোন অ্যাপ্লিকেশনগুলি তাদের শিশুদের মধ্যে জনপ্রিয়।
• 'স্টিচ অর ডুয়েট' পারমিশনটি খুব বেশি হলে বন্ধুদের জন্য চালু রাখুন।
• রিয়্যাক্ট অপশন বন্ধ রাখতে পারেন আপনি বা যদি চালাতে হয় তাহলে শুধু বন্ধুদের জন্য চালু রাখুন।
• যদি টিকটকে আপনি কোনরকম হয়রানির শিকার হন তা হলে তৎক্ষণাৎ অ্যাকাউন্টটিতে গিয়ে সেটিকে ব্লক করুন।

Tags:    

Similar News