Hero Electric কারিগরদের উপার্জন বাড়ানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিল, দেবে EV সার্ভিসিংয়ের প্রশিক্ষণ

By :  SUMAN
Update: 2022-02-08 16:45 GMT

হিরো ইলেকট্রিক (Hero Electric) দেশের ২০,০০০ মেকানিককে বৈদ্যুতিক যানবাহন সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিতে রেডিঅ্যাসিস্ট (ReadyAssist)-এর সাথে জোট বাঁধল। বেঙ্গালুরুর এই সংস্থাটি বাইক এবং গাড়ির ২৪×৭ ঘন্টা পরিষেবা দিয়ে থাকে। এই অংশীদারিত্ব ভারতের ইলেকট্রিক ভেহিকেল (EV)-এর ইকোসিস্টেমকে বলিষ্ঠ করবে বলেই ধারণা দুই সংস্থার।

এই কার্যক্রমের আওতায় নিজেদের দক্ষতা বাড়াতে ইচ্ছুক, এমন ২০,০০০ কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ পর্বটি আগামী দু'বছরের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রশিক্ষণের কার্যক্রমটি দুটি পর্বে বিভক্ত - একটি নতুনদের জন্য এবং অপরটি অভিজ্ঞদের জন্য।

এই ট্রেনিংয়ের শেষে সকল কারিগরদের মেধা অনুযায়ী তাঁদের শংসাপত্র দেওয়া হবে। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের রেডিঅ্যাসিস্ট-এর গ্রিড (Grid) উদ্যোগের মাধ্যমে সমগ্র ভারতে তাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার কাজে বহাল করা হবে। পথে-ঘাটে এবং বাড়িতে গিয়েও দুই ও চার চাকার গাড়ি সারাইয়ের পরিষেবা দিয়ে থাকে সংস্থাটি।

হিরোর ইলেকট্রিক টু-হুইলার ছাড়াও এই প্রশিক্ষণের আওতাধীন রয়েছে অন্যান্য সংস্থার বৈদ্যুতিক যানবাহনও। সদ্য পড়াশোনা শেষ করেছে এমন ব্যক্তি, কলেজ পড়ুয়া এবং অন্যান্য উৎসুক প্রার্থীরা প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও, হিরো ইলেকট্রিক গবেষণা এবং উন্নয়ন দলের তরফে রেডিঅ্যাসিস্টের নেটওয়ার্কে কর্মরত ৫,০০০ কারিগরকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রসঙ্গে Hero Electric-এর সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) বলেছেন, “আমরা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ করার চেষ্টা করি। যদিও আমরা গ্রাহকদের জন্য সর্বোৎকৃষ্ট শ্রেণীর যানবাহন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রশিক্ষিত কারিগর দিয়েই পরিষেবা দেওয়াটি অতি গুরুত্বপূর্ণ।” অন্যদিকে ReadyAssist-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বিমল সিং (Vimal Singh) মন্তব্য করেছেন, “Hero Electric-এর সাথে অংশীদারিত্বে যেতে পেরে আমি আপ্লুত। এর ফলে হাজারো কারিগর নিজেদের উপার্জন বাড়ানোর পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেল ক্ষেত্রে সুদক্ষ হয়ে উঠবেন।”

Tags:    

Similar News