Price Hike: জানুয়ারি থেকে Hero MotoCorp-এর মোটরসাইকেল ও স্কুটার আরও দামী

By :  SHUVRO
Update: 2021-12-23 10:59 GMT

নতুন বছরে নতুন দু'চাকা গাড়ি কিনতে চান? যদি দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর মোটরসাইকেল বা স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একটু অতিরিক্ত খরচ হতে চলেছে আপনার। কারণ, জানুয়ারি থেকেই বাড়তে চলেছে হিরোর দু'চাকা গাড়ির দাম।

হিরো নতুন বছরের সূচনালগ্ন থেকেই স্কুটার ও মোটরসাইকেলের দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে। আজ, বৃহস্পতিবার সংস্থাটি শেয়ার বাজারকে এই তথ্য জানিয়েছে। ৪ জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হবে সেই বর্ধিত দাম। সংস্থার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, মোটরসাইকেল ও স্কুটারের দাম ২,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে। তার বেশি নয়।

গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্তের পিছনে হিরোর যুক্তি, যে ভাবে গাড়ির বিভিন্ন উপকরণের দাম মাথা তুলছে, তাতে মূল্য বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। "দাম বাড়িয়ে উৎপাদন খরচের কিছুটা আমরা গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতে চাই।" আমরা সর্বোচ্চ ২০০০ টাকা দাম বাড়াতে চলেছি। এবং মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী তার তারতম্য ঘটবে।

উল্লেখ্য, কাঁচামালের দাম বিপুল বেড়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করেছে টাটা মোটর্স (বাণিজ্যিক গাড়ি বিভাগ), স্কোডা, টয়োটা, কাওয়াসাকা, এবং ডুকাটি। উৎপাদন খরচ সামাল দিতেই গ্রাহকদের উপর সামান্য দামের বোঝা চাপানো হবে বলে জানিয়েছে সংস্থাগুলি।

Similar News