Honda Grazia: হন্ডা গ্রাজিয়া পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে বিক্রির নতুন মাইলস্টোন স্পর্শ করল

By :  SHUVRO
Update: 2022-02-01 17:03 GMT

Honda-র অন্যতম স্টাইলিশ স্কুটার হল Grazia। এটি ২০১৭-এর অক্টোবরে ভারতে যাত্রা শুরু করেছিল। লঞ্চের পর থেকে পূর্ব ভারতে Grazia-এর চাহিদা অপেক্ষাকৃত বেশি। স্কুটারটি সেই চাহিদার উপর ভর করেই ভারতের এই অংশে ২ লক্ষের বেশি বিক্রি হয়েছে। সম্প্রতি হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HSMI)-র তরফে ঘোষণা করা হয়েছে যে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, ওড়িশা, আসাম এবং নাগাল্যান্ড-সহ পূর্ব ভারতে গ্রাজিয়া-র বিক্রি ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

হন্ডা একটি বিবৃতিতে বলেছে,"পূর্ব ভারতে এখন ২ লক্ষেরও বেশি পরিবার গ্রাজিয়া-কে ভরসা করে। এখানে স্কুটার মার্কেটে আমরা নেতৃত্ব দিয়ে চলেছি।" একই সাথে সংস্থাটি জানিয়েছে, পূর্ব ভারতে ডিলারশিপ, অথোরাইজড সার্ভিস সেন্টার, এবং বেস্ট ডিল আউটলেট ধরে তাদের ১০২০ টাচপয়েন্ট বর্তমান।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে Honda Grazia-র Sports Edition ও নভেম্বরে Respo। Team Edition বাজারে এসেছিল। এছাড়া স্কুটারটি বেস (ড্রাম) ও সাধারণ ডিস্ক ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কলকাতায় গ্রাজিয়া-র এক্স-শোরুমের দাম ৮৮,৩৩১ টাকা থেকে শুরু।

হন্ডা গ্রাজিয়ার প্রাণশক্তি তার ১২৩.৯৭ সিসি ইঞ্জিন। সঙ্গে রয়েছে প্রোগামড ফুয়েল ইঞ্জেকশনের কারিগরি৷ ইঞ্জিনটির আউটপুট ৬,০০০ আরপিএমে সর্বোচ্চ ৮.১৪ এইচপি ও ৫,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১০.৩ এনএম। লিটার প্রতি গ্রাজিয়া ৪০-৫০ কিলোমিটার মাইলেজ দেয়।

Tags:    

Similar News