Honda U-GO: চমৎকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল হোন্ডা, একবার চার্জ দিলে দৌড়বে ১৩০ কিমি

By :  SHUVRO
Update: 2021-08-09 05:00 GMT

সুন্দর, ছোট, ছিমছাম ডিজাইনের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল হোন্ডা (Honda)। হোন্ডার চীনা শাখা উয়াং হোন্ডা (Wuang Honda), U-GO নামের এই ই-স্কুটারটি চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। তবে পরবর্তীকালে অন্যান্য দেশেও এটি পা রাখবে বলে জানা গিয়েছে। শহরে যাতায়েতের জন্য উপযোগী হালকা ওজনের Honda U-GO দু'টি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। স্পিড ও পাওয়ারের নিরিখে ভ্যারিয়েন্ট দু'টি পরস্পরের থেকে আলাদা।

Honda U-GO স্পেসিফিকেশন

হোন্ডা ইউ-গো ই-স্কুটারের টপ-স্পেকস ভ্যারিয়েন্টে ১.২ কিলোওয়াট ক্ষমতার হাব মোটর রয়েছে। যার সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১.৮ কিলোওয়াট। এর টপ স্পিড ৫৩ কিমি/ঘন্টা।

অন্যদিকে, হোন্ডা ইউ-গো ই-স্কুটারের লো-স্পিড মডেলে ৮০০ ওয়াট হাব মোটর দেওয়া হয়েছে। এটি সর্বাধিক ১.২ কিলোওয়াট পাওয়ার উৎপাদন করতে পারে। এর টপ স্পিড ৪৩ কিমি/ঘন্টা।

দু'টি মডেলেই ৪৮ ভোল্ট ও ৩০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এর পাওয়ার ক্যাপাসিটি ১.৪৪ কিলোওয়াট। একবার চার্জ দিলে হোন্ডা ইউ-গো ৬৫ কিমি পর্যন্ত দৌড়বে। আবার অতিরিক্ত একটি ব্যাটারিও ব্যবহার করা যাবে। যার ফলে রাইডিং রেঞ্জ বেড়ে হবে ১৩০ কিমি।

Honda U-GO ফিচার

এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপল বিম-সহ এলইডি হেডলাইট, অ্যালয় হুইল এলইডি ডিআরএল স্ট্রিপ, ২৬ লিটার বুট স্টোরেজ, হোন্ডা ইউ-গো স্কুটারের ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

Honda U-GO দাম ও লভ্যতা

চীনে হোন্ডা ইউ-গো স্কুটারের দাম শুরু হচ্ছে ৭ হাজার ৪৯৯ আরএমবি থেকে, ভারতীয় মুদ্রায় যা ৮৫ হাজার টাকার সমান। রিপোর্ট বলছে, এখন না হলেও সুদূর ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে হোন্ডা ইউ-গো লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News