Honor Play 60 Plus ঝড় তুলতে আসছে, মিলবে বিশাল স্টোরেজ, শক্তিশালী ব্যাটারি
অনর আগামী সপ্তাহের শুরুতেই Honor Play 60 Plus স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী ২৪ জুন এই হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে লঞ্চের আগে Honor Play 60 Plus ফোনটিকে একটি টেলিকম টার্মিনাল লাইব্রেরিতে যোগ করা হয়েছে, যা এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Honor Play 60 Plus স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
অনর প্লে ৬০ প্লাস ফোনটি তিনটি কালার অপশনে আসবে - ফ্যান্টম ব্ল্যাক, ফেয়ারি গ্রিন এবং মুনলাইট হোয়াইট। এটির ওজন হবে ১৯৭ গ্রাম এবং এতে একটি ১,৬১০ x ৭২০ রেজোলিউশন সহ ৬.৭৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে৷ ফোনটিতে সম্ভবত দীর্ঘ ব্যবহারের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
পারফরম্যান্সের জন্য, অনর প্লে ৬০ প্লাস ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ (SM4450) প্রসেসরে চলবে। ডিভাইসটি দুটি স্টোরেজ বিকল্পে অফার করা হবে - ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ এবং এটি শুধুমাত্র ১২ জিবি র্যাম অপশনে মিলবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে৷ এছাড়া, এটি একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, এবং আইপি৬৪ (IP64) ওয়াটার রেজিস্ট্যান্স অফার করবে।
Honor Play 60 Plus-এর দাম এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু পূর্ববর্তী প্রজন্মের Honor Play 50 Plus MediaTek Dimensity 6020 চিপ সহ এসেছে, যার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,১০০ টাকা) থেকে শুরু হয়েছিল।