লকডাউনের ধাক্কায় দাম কমলো ইন্ডিয়ান মোটরসাইকেলের বাইকের

By :  techgup
Update: 2020-05-13 14:48 GMT

Indian Motorcycle তাদের বাইকের উপর ৬.৭ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেছে। কোম্পানি তাদের ২০১৯ এর বিএস ৪ কমপ্লায়েন্ট এর সমস্ত মডেলের উপর এই ছাড় দিচ্ছে। আপাতত এই বাইক দিল্লিতে উপলব্ধ। তবে কোম্পানির অথরাইজড কোনো ডিলারের কাছে গিয়ে আপনি বাইকগুলি অর্ডার করতে পারেন, যার পরে ডিলার আপনাকে বাইকটি ডেলিভারি করবে।

কোন বাইকের উপর কত ছাড় :

ইন্ডিয়ান মোটরসাইকেল এর Scout বাইক ডিসকাউন্টে ১৪.৮ লাখ টাকা অন রোড প্রাইসে পাবেন। যা অরিজিনাল অন রড প্রাইসের থেকে ৩.৫৭ লক্ষ টাকা কম। এই বাইকের অরিজিনাল দাম ১৮.৩৭ লক্ষ টাকা।

কোম্পানির FTR 1200 S মোটরসাইকেল কে অন রোড প্রাইসে ৩.৮৫ লক্ষ টাকা কমে পাওয়া যাবে। এর অরিজিনাল অন রোড প্রাইস ২০.১৫ লক্ষ টাকা। তবে ডিসকাউন্টের পর বাইকটি ১৬.৩০ লক্ষ টাকায় পাওয়া যাবে।

এই বাইকের উপর সবচেয়ে বেশি ডিসকাউন্ট :

Scout Bobber বাইকটি ৪.৩ লক্ষ টাকা ডিসকাউন্টে ১১.৪৩ লক্ষ টাকা অন রোড প্রাইসে উপলব্ধ। এর অরিজিনাল প্রাইস ১৫.৭৩ লক্ষ টাকা। কোম্পানির Chief Dark Horse বাইকটি ৬.৭১ লক্ষ টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। যার পরে বাইকটি ১৬.৯৬ লক্ষ টাকায় কিনতে পারবেন।

Tags:    

Similar News