iPhone SE 2022 বাজারে আসছে 8 মার্চ, এরসঙ্গে লঞ্চ হতে পারে iPad Air 5, iMac এবং নতুন Macbook

Update: 2022-02-08 17:50 GMT

Apple তাদের বাজেট রেঞ্জের স্মার্টফোন সিরিজ iPhone SE- এর অধীনে শীঘ্রই বাজারে আনতে চলেছে নতুন ফোন, iPhone SE 2022। এটি ৫জি কানেক্টিভিটি যুক্ত SE সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে। বেশ কিছু মাস ধরেই এই স্মার্টফোনটি নিয়ে জল্পনা চলছে, বিভিন্ন রিপোর্ট থেকে এই ফোনটির বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছিল এবছর এপ্রিল বা মে মাসে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনটি। তবে এখন আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, প্রত্যাশিত সময়ের আগেই আগামী ৮ মার্চ অ্যাপল একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে, যেখানে বহু প্রতীক্ষিত iPhone SE 2022 ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। এর পাশাপশি এই ইভেন্টে অ্যাপলের আরও কয়েকটি নতুন ডিভাইস লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

iPhone SE 2022 বাজারে আসতে পারে আগামী মাসের শুরুতেই

ব্লুমবার্গ (Bloomberg)- এর একটি নতুন রিপোর্টে প্রযুক্তি বিশেষজ্ঞ মার্ক গারম্যান (Mark Gurman) দাবি করেছেন, অ্যাপল আগামী ৮ মার্চ এবছরের প্রথম লঞ্চ ইভেন্টটির আয়োজন করতে পারে এবং সেই ইভেন্টে, নতুন আইফোন এসই ২০২২ ফোনটি উন্মোচন করতে পারে সংস্থা। এর আগে, এপ্রিল বা মে মাসের কাছাকাছি সময়ে ডিভাইসটি লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল।

এই লেটেস্ট রিপোর্টে প্রকাশিত তথ্যগুলি যদি সঠিক বলে মেনে নেওয়া হয়, তাহলে ৫জি সাপোর্ট সহ আইফোন এসই ফোনটির পাশাপাশি এই ইভেন্টে কোম্পানি তাদের আরও তিনটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। অ্যাপল আইপ্যাড এয়ার সিরিজের পঞ্চম প্রজন্মের মডেলটি এই ইভেন্টেই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্ভাবনা রয়েছে অ্যাপল এম২ চিপসেট দ্বারা চালিত নতুন এন্ট্রি-লেভেল ম্যাকবুক বা ২৭ ইঞ্চি ডিসপ্লের একটি নয়া আইম্যাক মডেলও এই ইভেন্টে উন্মোচিত হতে পারে।

প্রসঙ্গত, আগামী মাসে ৫জি সাপোর্ট সহ iPhone SE ডিভাইসটি বর্তমানে বাজারে উপলব্ধ SE মডেলের মতো একই ডিজাইনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে, তবে এতে পূর্বসূরির থেকে উন্নত স্পেসিফিকেশন দেখতে পাওয়া যাবে। মডেলটি দেখতে iPhone 8- এর মতো হলেও অভ্যন্তরীণ ক্ষেত্রে আপগ্রেডেড ফিচার থাকবে।

পূর্ববর্তী রিপোর্টগুলি থেকে জানা গেছে, আসন্ন iPhone SE 2022 ফোনে ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি এলসিডি ডিসপ্লে থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হোম বাটনও দেখা যাবে। এলসিডি ডিসপ্লে প্যানেল এবং হোম বাটন সহ এটিই শেষ অ্যাপল স্মার্টফোন হতে পারে মনে করা হচ্ছে।

এছাড়া, এই ডিভাইসে ৩ জিবি র‍্যামের সাথে অ্যাপলের এ১৫ বায়োনিক প্রসেসর থাকতে পারে বলে জানা গেছে। আবার জল্পনা চলছে এর একটি প্লাস ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে, যেটিতে দেওয়া হতে পারে ৪ জিবি র‍্যাম। এ১৫ চিপসেটটি এই ফোনে ৫জি কানেক্টিভিটি অফার করবে। উন্নত ফটোগ্রাফি ফিচার সহ iPhone SE 2022-এর ব্যাক প্যানেলে আগের মডেলের মতই ১২ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেন্সর থাকবে।

Tags:    

Similar News