OnePlus 10 Pro সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসরের সাথে জানুয়ারিতে আসছে, ঘোষনা সংস্থার

By :  techgup
Update: 2021-12-21 18:19 GMT

গত ৩০ নভেম্বর কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের (৫জি) প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ জনসমক্ষে নিয়ে আসে। ইতিমধ্যেই মোটোরোলা তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন, Moto Edge X30-তে এই প্রসেসর ব্যবহার করেছে। এছাড়া জানা গেছে, রিয়েলমি ও শাওমির মতো সংস্থাও খুব শীঘ্রই এই প্রসেসর সহ তাদের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। আবার সম্প্রতি ওয়ানপ্লাসও ঘোষণা করেছে যে, তাদের আসন্ন OnePlus 10 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ। যদিও এদের আগমনের সময় নিয়ে নানা মত ছিল। তবে এখন ওয়ানপ্লাসের তরফে অফিশিয়ালি জানানো হয়েছে, তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের, OnePlus 10 Pro স্মার্টফোনটি আগামী বছর জানুয়ারি মাসেই লঞ্চ হতে চলেছে।

OnePlus 10 Pro ফোনের লঞ্চের সময় অফিশিয়ালি ঘোষণা করা হল

আজ চিনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে ওয়ানপ্লাসের সিইও পেট লাউ (Pete Lau) পোস্ট করে নিশ্চিত করেছেন, ২০২২ সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে OnePlus 10 Pro ফোনটি। কিন্তু লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও সংস্থার তরফে সামনে আনা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, ওয়ানপ্লাসের এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ হতে পারে ৫ জানুয়ারি।

ওয়ানপ্লাস ১০ প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10 Pro Expected Specifications)

ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে দেখা যেতে পারে ৬.৭ ইঞ্চির কার্ভড এলটিপিও AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। পাঞ্চ হোল কাটআউটটি ডিসপ্লের একদম উপরের বাঁদিকে দেখা যেতে পারে।

এর আগেই ওয়ানপ্লাসের তরফে ঘোষণা করা হয়েছে এই নতুন ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বাজারে আসতে পারে। এছাড়াও OnePlus 10 Pro ফোনটি জল ও ধুলো প্রতিরোধ করার জন্য আইপি রেটিং সহ লঞ্চ হবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের ভেতর ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর এবং ৩এক্স (3X) অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেলের লেন্স দেওয়া হতে পারে। ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউটের ভেতর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া OnePlus 10 Pro ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস (ColorOs) কাস্টম স্কিনে। এই ফোনে দেওয়া হতে পারে ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Tags:    

Similar News