১৪ অক্টোবর লঞ্চ হবে OnePlus 8T, থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

Update: 2020-09-18 18:22 GMT

বেশ কয়েক সপ্তাহ ধরেই স্মার্টফোন বাজারে চর্চায় বিষয় আছে OnePlus 8T। কয়েকদিন আগেই ভারতীয় সার্টিফিকেশন সাইট, BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) এ এই ফোনটিকে দেখা গিয়েছিল। এরপরই নিশ্চিত হয়ে যায় এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। যদিও কোম্পানির তরফে এই ফোনের লঞ্চ সহ অন্য কোনো তথ্য শেয়ার করা হয়নি। তবে জনপ্রিয় এক টিপ্সটার আজ জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর লঞ্চ হবে OnePlus 8T।

টিপ্সটার Ishan Agarwal আজ MySmartPrice ওয়েবসাইটে জানিয়েছে যে, বিরাট কিছু পরিবর্তন না হলে ওয়ানপ্লাস ৮টি আগামী ১৪ অক্টোবর লঞ্চ হবে। যদিও তিনি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানাননি। তবে BIS ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল এই ফোনটির মডেল নম্বর হবে KB2001। আসুন জেনে নিই OnePlus 8T ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন।

OnePlus 8T সম্পর্কে আপাতত যা জানা গেছে:

ওয়ানপ্লাস ৮টি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে আসবে। এতে থাকবে ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। আবার ফোনটির সামনে থাকবে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লাট এমোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রিডার দেওয়া হবে। আবার ফোনটির সামনে পাঞ্চ হোলের মধ্যে থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর।

আবার ওয়ানপ্লাস ৮টি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এতে ৮কে ভিডিও সাপোর্ট করবে। প্রসঙ্গত ওয়ানপ্লাস ৮ ফোনেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছিল। ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারিরি সাথে আসবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ আসবে।

Tags:    

Similar News