৩ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনে নিন Oppo Reno 6 Pro, Oppo F19 সিরিজ, সীমিত সময়ের অফার

By :  SUPARNAMAN
Update: 2021-08-12 15:21 GMT

মিড-রেঞ্জের স্মার্টফোন কেনার সময় আমরা অনেক সময় দোলাচলে ভুগি। এক্ষেত্রে আমাদের একাধিক চাহিদা থাকে, যা পূরণ করা স্মার্টফোন প্রস্তুতকারকদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। যদিও এই চ্যালেঞ্জ স্বীকার করেই নির্মাতা সংস্থাগুলি ফোনগুলিতে সমস্ত অত্যাধুনিক ফিচার দেওয়ার চেষ্টা করে। যেমন Oppo Reno 6 Pro ডিভাইসের কথাই ধরা যাক। ডিভাইসটি 5G কানেক্টিভিটি সহ এসেছে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা‌, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজারমূল্য ৩৯,৯৯০ টাকা। তবে এই মুহূর্তে ফোনটি কিনলে ক্রেতার পুরো ৩০০০ টাকা সাশ্রয় হতে পারে। অর্থাৎ বর্তমানে ৩৬,৯৯০ টাকার বিনিময়ে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে।

Oppo Reno 6 Pro ও Oppo F19 সিরিজের ওপর ক্যাশব্যাক

আসলে বিশেষ প্রচারাভিযানের (ChargeUp Campaign) সৌজন্যে ওপ্পোর একাধিক ডিভাইস এখন বাজারমূল্যের থেকে অনেক কম দামে পাওয়া যাবে। এক্ষেত্রে কেনাকাটার উপরে পাওয়া যাবে আকর্ষণীয় ক্যাশব্যাক যা ক্রেতার সাশ্রয়কে নিশ্চিত করবে। চলতি মাসের ৮ থেকে ২১ তারিখের মধ্যে নতুন স্মার্টফোন কিনলে অফারের লাভ ওঠানো যাবে। অফার উপলক্ষ্যে Oppo Reno 6 Pro ছাড়াও Oppo F19 Pro+, F19 Pro এবং F19 ফোন তিনটির উপরেও ছাড় মিলবে। অফারটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমের ক্রেতাদের জন্য প্রযোজ্য।

নতুন Oppo Reno 6 Pro ডিভাইস কেনার সময় ক্যাশব্যাক জিতে নেওয়ার জন্য ক্রেতা এইচডিএফসি (HDFC), আইস্আইসিআই (ICICI), কোটাক (Kotak), স্ট্যান্ডার্ড চার্টার্ড (Standard Chartered), ফেডারেল (Federal), বিওবি (BOB), আরবিএল (RBL) ও ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এর ফলে ক্রয়মূল্যের ১০ শতাংশ অর্থ (প্রায় ৩০০০ টাকা) ক্যাশব্যাক হিসেবে তার অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া পেটিএমের (Paytm) মাধ্যমে অর্থ পরিশোধ করলে ক্যাশব্যাকের পরিমাণ ১০ থেকে বেড়ে ১১ শতাংশ হতে পারে!

এরপরেও বাড়তি ছাড় চাইলে ক্রেতা তার পুরোনো ডিভাইস এক্সচেঞ্জ করতে পারেন। এর ফলে ব্যবহৃত স্মার্টফোনের জন্য তিনি ৩০০০ টাকা পর্যন্ত বিনিময় মূল্য পেয়ে যাবেন। শুধু এটুকুই নয়, Oppo Reno 6 Pro স্মার্টফোন কিনলে সংস্থা ক্রেতাকে নিশ্চিত বাইব্যাক গ্যারান্টি (Buyback Guarantee) প্রদান করবে। কোম্পানি ৮০ শতাংশ বাইব্যাক গ্যারান্টি নিশ্চিত করলে, ক্রেতা এক বছরের মধ্যে ফোনটি এক্সচেঞ্জের বিনিময়ে বাজারমূল্যের ৮০ শতাংশ টাকা দাবী করতে পারবেন।

Reno 6 Pro ছাড়া Oppo-র F19 সিরিজের ডিভাইসগুলির উপরে এসময় ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। উল্লেখ্য, Oppo F19 Pro+, Oppo F19 Pro এবং Oppo F19 স্মার্টফোনগুলির বাজারমূল্য যথাক্রমে ২৫,৯৯০, ২১,৯৯০ এবং ১৮,৯৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News