পিছু হটলো PhonePe, UPI-র মাধ্যমে রিচার্জ করলে লাগবে না বাড়তি টাকা

By :  techgup
Update: 2021-10-27 11:41 GMT

দিনকয়েক আগে খবর পাওয়া গিয়েছিল যে, Walmart গোষ্ঠীর ডিজিটাল পেমেন্ট ফার্ম PhonePe পরীক্ষামূলকভাবে তাদের পরিষেবায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ PhonePe মারফত মোবাইল রিচার্জ করলে ইউজারের অ্যাকাউন্ট থেকে বাড়তি টাকা কাটা যাবে। যদিও ৫০ টাকার কম মূল্যের রিচার্জের ক্ষেত্রে কোনো মাশুল দিতে হবে না, তবে তার বেশি মূল্যের কোনো প্ল্যান রিচার্জ করলে বাড়তি টাকা গুনতে হবে। এই খবরটি ইউজারদের বেশ খানিকটা অসন্তুষ্ট করলেও, সাম্প্রতিক এক রিপোর্ট তাদের মুখে আবার হাসি ফোটাতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে এখন নিশ্চিত করেছে যে, তারা ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত টাকা চার্জ করবে না। অর্থাৎ, ফোনপে অ্যাপের মাধ্যমে করা যে কোনো ধরনের ইউপিআই ট্রানজ্যাকশন ইউজারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হবে। ফলে রিচার্জের ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হবে না।

উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল, সংস্থাটি কিছু সংখ্যক ইউজারকে নিয়ে একটি পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে, যেখানে তাদের ৫০ টাকা থেকে ১০০ টাকা এবং ১০০ টাকার উপরের সমস্ত রিচার্জ প্ল্যানে যথাক্রমে ১ টাকা ও ২ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। তবে ৫০ টাকার কম মূল্যের রিচার্জের ক্ষেত্রে কোনোরকম অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

প্রিপেইড মোবাইল রিচার্জে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের আশ্বাস দিচ্ছে PhonePe

ফোনপে তাদের ব্যবহারকারীদের খুশি করতে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ক্যাশব্যাক জেতার জন্য ইউজারদের ৫১ টাকা বা তার বেশি মূল্যের কোনো প্রিপেইড প্ল্যান তিনবার রিচার্জ করতে হবে। একমাত্র তবেই অ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে সংশ্লিষ্ট ইউজার ক্যাশব্যাক লাভের জন্য বিবেচিত হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, দেশে PhonePe-র ৩২৫ মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি যে কেবল মোবাইল নম্বর রিচার্জ করার জন্য ব্যবহৃত হয় তা নয়, ডাইরেক্ট-টু-হোম (DTH) সার্ভিস বিল, ইউটিলিটি বিল এবং আরও একাধিক ক্ষেত্রে পেমেন্ট করার জন্য ইউজাররা এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। এছাড়া PhonePe, ব্যবহারকারীদের সোনা কিনতে এবং সরাসরি তার প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করার অনুমতি দেয়। ২২ মিলিয়নেরও বেশি মার্চেন্ট আউটলেটে এখন এই অ্যাপের মাধ্যমে প্রদেয় অর্থ গৃহীত হয়।

Tags:    

Similar News