কম সময়ে পাবজি মোবাইল গেম খেলতে চান? চলে এল লিভিক ম্যাপ

By :  techgup
Update: 2020-06-29 07:13 GMT

যদি আপনারা PUBG Mobile গেম কম সময়ের মধ্যে খেলতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। বহু প্রতীক্ষার পরে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলের বিটা ভার্সনে চলে এসেছে একটি নতুন ম্যাপ- Livik। বর্তমানে পাবজি মোবাইলে যে সমস্ত ম্যাপগুলি আপনারা পান অর্থাৎ স্যানহক এবং ইরাঙ্গেলের থেকে লিভিক ম্যাপটি আকৃতিতে অনেকটা ছোট। ডেভলপাররা জানিয়েছেন যারা তাড়াতাড়ি খেলাটি শেষ করতে চায় তাদের জন্য এই ম্যাপটি অত্যন্ত ভালো হবে।

শুধু এই ম্যাপটি আকৃতিতে ছোট তাই নয়, এই ম্যাপে একটি ম্যাচে সর্বোচ্চ খেলোয়াড়ের সংখ্যা হবে মাত্র ৪০। আপনাদের জানিয়ে রাখি, পাবজি মোবাইলের অন্যান্য ম্যাপগুলিতে সর্বোচ্চ খেলোয়াড়ের সংখ্যা থাকে ১০০। অর্থাৎ আপনি যদি ভাল পাবজি খেলোয়াড় হন এবং অনেক জনকে একসাথে একটি খেলায় মারতে চান তাহলে এই নতুন ম্যাপটি আপনার জন্য নয়।

খেলাগুলি অনেক কম সময়ে শেষ হয়ে যাবে এই লিভিক ম্যাপে। যেখানে অন্যান্য ম্যাপগুলিতে একটি গেম শেষ হতে মোটামুটি ৩০ মিনিট সময় লাগতো সেখানে, এই ম্যাপে একটি গেম শেষ হতে সময় লাগবে ১৫ মিনিট মত। বলাই বাহুল্য, মাত্র ৪০ জন খেলোয়াড় সর্বোচ্চ থাকতে পারেন এই ম্যাপে। এই কারণেই খেলার সময় কম লাগছে।

এই নতুন ম্যাপ লিভিক, সাইজে বেশ ছোট। তবে এই লিভিক ম্যাপে বেশ কিছু আকর্ষণীয় জায়গা থাকছে। এর মধ্যে অন্যতম- আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ, জলপ্রপাত ইত্যাদি। এছাড়াও আপনারা এই ম্যাপে কিছু সারপ্রাইজ ট্যাকটিকস পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি বিপক্ষ খেলোয়াড়কে চমকে দিতে পারবেন। এছাড়াও পাবজি মোবাইলের ডেভলপাররা জানিয়েছেন যে, তারা নিজেদের ব্যাটেল রয়েল গেমপ্লে-কে ক্রমাগত উন্নত করে তাদের ব্যবহারকারীদের আরো ভালো এক্সপেরিয়েন্স দিতে চাইছে। আপাতত এই ম্যাপ বিটা পর্যায়ে রয়েছে। সকলের জন্য কবে এই ম্যাপ রোল আউট করা হবে তা এখনো জানা যায়নি। ‌

Tags:    

Similar News