Realme 8 5G সস্তায় মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ ২১ এপ্রিল লঞ্চ হচ্ছে

Update: 2021-04-14 15:14 GMT

আগামী ২১ এপ্রিল থাইল্যান্ডে লঞ্চ হবে Realme 8 5G। এরপরের দিনই ফোনটি ভারতে আসবে। তবে তার আগে রিয়েলমি ৮ ৫জি এর টিজার প্রকাশ করলো Flipkart। পাশাপাশি গুগল প্লে কোনসোল ও বেঞ্চমার্ক সাইট Geekbench এও ফোনটিকে দেখা গেছে। Realme 8 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ আসবে। এই ফোনের দাম ১৮,০০০ টাকার কম রাখা হবে।

এদিকে ফ্লিপকার্ট ফোনটির টিজার প্রকাশ করলেও, টিজারে এর নাম উল্লেখ নেই। তবে আসন্ন ফোনটি যে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর এর সাথে আসবে তা নিশ্চিত করা হয়েছে। যেহেতু আগেই জানা গিয়েছিল Realme 8 5G ফোনে এই প্রসেসর থাকবে, তাই বুঝে নিতে অসুবিধা হয় না ফ্লিপকার্টের টিজারে এই ফোনের কথাই বলা হয়েছে।

টিজার পেয়েছে আরও জানানো হয়েছে, এটি ভারতের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের ফোন হবে। উল্লেখ্য, Realme 8 5G এর আগে Realme X50 Pro 5G, Realem X7 Pro 5G, Realme X7 5G, Realme Narzo 30 Pro 5G ফোনগুলিতেও মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হয়েছিল। ফলে কোম্পানি সস্তায় ৫জি ডিভাইস আনতে যে, মিডিয়াটেকের ওপর ভরসা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এও রিয়েলমি ৮ ৫জি কে আজ খুঁজে পাওয়া যায়। এখানে ফোনটির মডেল নম্বর দেখা গেছে ‌Realme RMX3241। জানা গেছে ফোনটি ৮ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ আসবে। গীকবেঞ্চ লিস্টিং নিশ্চিত করেছে, এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর থাকবে। এখানে সিঙ্গেল ও মাল্টি-কোর টেস্টে ফোনটি যথাক্রমে ৫৭৩ ও ১৭৭৯ স্কোর করেছে।

এর আগে জানা গিয়েছিল, Realme 8 5G ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ফোনটির ওজন হবে ১৮৫ গ্রাম। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News