Realme C3 ফোনে এল নতুন সফটওয়্যার আপডেট, আরও সুরক্ষিত এই বাজেট ফোন

By :  techgup
Update: 2020-07-06 04:11 GMT

রিয়েলমি তাদের বাজেট রেঞ্জের ফোন Realme C3 এর জন্য নতুন সফটওয়্যার আপডেট আনলো। এই আপডেটে জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ দেওয়া হয়েছে। অর্থাৎ এতে নতুন কোনো ফিচার যুক্ত হবেনা। তবে ফোনের সিকিউরিটি অনেক বাড়বে। এছাড়াও জানা গেছে ফোনের অডিও কোয়ালিটিতে পরিবর্তন আসবে।

রিয়েলির ফোরাম অনুযায়ী, Realme C3 এর জন্য আনা এই নতুন আপডেটের ভার্সন নম্বর RMX2020_11_A.33। এর ফার্মওয়্যার সাইজ ৪০৯ এমবি। এই আপডেটে ফোনের কিছু বাগ ফিক্স করা হয়েছে। এই ওটিএ আপডেট কয়েকটি ফেসে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরা তাদের ফোনের Setting > About phone > System update এ গিয়ে নতুন আপডেট চেক ও ডাউনলোড করতে পারবে।

Realme C3 স্পেসিফিকেশন :

এই ফোনের ফিচারের কথা বললে এতে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২ শতাংশ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটি ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনটি মিডিয়াটেকের এই প্রসেসরের সাথে প্রথম ফোন। প্রসেসরটি ১২এনএম প্রোডাকশন প্রসেসের সাথে তৈরী করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি ৩ ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এছাড়াও একটি ৫ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সাথে পোর্ট্রেট মোড, এইচডিআর, স্লো মো এর মতো বেশ কয়েকটি ক্যামেরা ফিচার পাবেন।

এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে কোম্পানি তাদের Realme UI এর সাথে প্রথম ফোন হিসাবে এই ফোনকে লঞ্চ করেছে। এছাড়াও এই ফোনে পাবেন ডুয়েল মিউজিক শেয়ার ফিচার, ফোকাস মোড ও ডার্ক মোড এর মতো প্রিমিয়াম ফিচার।

Tags:    

Similar News