Realme-র কোন ফোনে কখন আসবে Android 12 ভিত্তিক realme UI 3.0 আপডেট দেখে নিন

By :  SHUVRO
Update: 2021-10-17 08:18 GMT

গত ১৩ই অক্টোবর, বৃহস্পতিবার Realme GT Neo 2-এর গ্লোবাল লঞ্চ ইভেন্টে রিয়েলমি তাদের নয়া কাস্টম ইন্টারফেস, Realme UI 3.0 উন্মোচন করেছে। রিয়েলমির মোবাইল সফটওয়্যারের এই নতুন ভার্সনটি Android 12-এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। Realme UI 3.0 (রিয়েলমি ইউআই ৩.০)-তে কী কী ফিচার পাওয়া যাবে, সেগুলি প্রকাশ করার পাশাপাশি যোগ্য ডিভাইসের তালিকা এবং কখন তারা আপডেটটি পাবে, তাও রিয়েলমির তরফে জানানো হয়েছে।

খোলাখুলি না বললেও Realme UI-এর আগের দুই ভার্সনের মতো 3.0 এডিশনটিও Oppo-র ColorOS ভিত্তিক। অর্থাৎ সম্প্রতি রিলিজ হওয়া ColorOS 12-এর ক্লোন হল Realme UI 3.0। যদিও জনসমক্ষে একথা স্বীকার করেনি কোনও পক্ষই। কিন্তু রিয়েলমি যে যে ফিচারের কথা ঘোষণা করেছে, তা শোনার পর স্পষ্ট, Realme UI 3.0 আসলে ছদ্মবেশী ColorOS 12

Realme-র কোন কোন স্মার্টফোন আগামী সপ্তাহগুলির মধ্যে Android 12/Realme UI 3.0 আপডেট পাবে তার তালিকা নীচে দেওয়া হল

realme UI 3.0 আর্লি অ্যাক্সেস টাইমলাইন

অক্টোবর ২০২১: realme GT

ডিসেম্বর ২০২১: realme GT Master Edition, realme GT Neo2, realme X7 Max, realme 8 Pro

প্রথম ত্রৈমাসিক, ২০২২: realme X7 Pro, realme X50 Pro 5G, realme 8, realme 8i, realme 7 Pro, realme narzo 50A, realme narzo 30, realme C25, realme C25s

দ্বিতীয় ত্রৈমাসিক ২০২২: realme X7, realme X3, realme X3 SuperZoom, realme 8 5G, realme 8s, realme 7 5G, realme narzo 30 Pro 5G, realme narzo 30 5G

প্রসঙ্গত, উল্লিখিত সময়সূচী শুধুমাত্র 'আর্লি অ্যাক্সেস'-এর জন্য, মূলত বিটা প্রোগ্রামকে চিহ্নিত করতেই এই ফ্যান্সি নাম ব্যবহার করে রিয়েলমি। ফোনগুলি স্টেবল আপডেট এর তিন চার মাস পর থেকে পেতে শুরু করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News