আজ আরও একবার Redmi Note 9 Pro Max কেনার সুযোগ

Update: 2020-08-26 03:50 GMT

আজ আরও একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro Max। দুপুর ১২ টা থেকে Amazon ও Mi.Com এ ফোনটির সেল শুরু হবে। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স হল কোম্পানির নোট ৯ সিরিজের সবচেয়ে দামি ফোন। আপনি যদি ২০,০০০ টাকার মধ্যে কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোন পারেন। কারণ Redmi Note 9 Pro Max ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন।

Redmi Note 9 Pro Max দাম ও সেলে অফার

ভারতে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এয়ারটেল গ্রাহকদের এই ফোনের সাথে ২৯৮ টাকা ও ৩৯৮ টাকা রিচার্জে দ্বিগুন ডেটা সুবিধা দেওয়া হবে। আবার ২,২০০ টাকা ছাড় পাওয়া যাবে Mi True Wireless Earphones 2 এর ওপর। এছাড়াও ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই এও কেনা যাবে।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশন

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যামের বিকল্প এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প। এছাড়াও রেডমি নোট ৯ প্রো এর মত এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর পাবেন।

ক্যামেরার কথা বললে এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ এর উপর চলবে। আবার ফোনের বাক্সে পাবেন ৩৩ ওয়াটে ফাস্ট চার্জার। ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Tags:    

Similar News