একলা চলোয় বিশ্বাসী? Royal Enfield ববার মোটরসাইকেল আনছে আপনার জন্য
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের নতুন উদ্ভাবন ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বেশ কয়েকটি মোটরসাইকেল লঞ্চ করেছে। যেমন নতুন Classic 350 এবং Hunter 350। আগামীতে আরও কিছু এমন মডেল হাজির করার প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে রয়েছে নতুন প্রজন্মের Bullet 350 এবং একটি ববার বাইক। জল্পনা শোনা যাচ্ছে আসন্ন ববার মডেলটির নাম হতে পারে Royal Enfield Shotgun 350 Bobber। এটি Classic 350-র উপর ভিত্তি করে আসবে।
Shotgun 350-এ অ্যাপ হ্যাঙ্গার হ্যান্ডেলবার এবং সিঙ্গেল সিট থাকবে। বাইকটির হেডল্যাম্পের ঠিক উপরে একটি ছোট হুড থাকবে। এছাড়া ওয়্যার স্পোক হুইল, একটি দীর্ঘ এগজস্ট পাইপ এবং একটি ক্যান্টিলিভার রাইডারের সিটের দেখা মিলবে। Classic 350-র সাথে তফাৎস্বরূপ একটি ভিন্ন ডিজাইনের টেইল্যাম্প দেওয়া হবে।
রয়্যাল এনফিল্ড শটগান ৩৫০-তে ব্যবহার করা হবে একটি ৩৪৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা Meteor 350-তেও ব্যবহার করা হয়েছে। এটি থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ববার মডেলটির ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৫-স্পিড গিয়ারবক্স। সাসপেনশন হিসেবে প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্ভার নজরে পড়বে।
ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক থাকতে পারে। আর কমদামী ভ্যারিয়েন্টগুলিতে রিয়ার ড্রাম ব্রেক অফার করা হবে। Royal Enfield Shotgun 350 বাজারে লঞ্চের পর Jawa 42 Bobber ও Jawa Perak-এর সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম হতে পারে ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি।