আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A12, জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার

Update: 2021-02-05 18:04 GMT

আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A12। এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হবে। এছাড়াও এতে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। প্রসঙ্গত গতবছর নভেম্বরে স্যামসাং, ইউরোপ, ব্রিটেন সহ বেশ কয়েকটি মার্কেটে Galaxy A02s এর সাথে Galaxy A12 লঞ্চ করেছিল। এবার দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এই ফোনকে ভারতের বাজারেও উপলব্ধ করছে।

টিপ্সটার ঈশান অগ্রবাল মাইস্মার্টপ্রাইস কে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি। এমনকি ফোনটি কত দামে আসতে পারে সে বিষয়েও টিপ্সটার মুখ খোলেননি।

গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A12 এর দাম

সিঙ্গাপুরে স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২২৯ সিঙ্গাপুর ডলার, যা প্রায় ১২,৬০০ টাকা। এখানে ফোনটি কসমিক ব্লু ও কসমিক ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আবার মালয়েশিয়ায় এই ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এখানে ফোনটির দাম ৭৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৫০০ টাকা)। অন্যদিকে ব্রিটেনে ১৭০ পাউন্ড (প্রায় ১৬,৯০০ টাকা) মূল্য রাখা হয়েছে Samsung Galaxy A12 এর।

Samsung Galaxy A12 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৫০০ পিক্সেল) টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News