অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে SBI গ্রাহকরা কি করবেন আর কি করবেন না, সতর্ক করলো ব্যাঙ্ক

By :  techgup
Update: 2020-07-09 14:15 GMT

মানুষ নিজের সমস্ত সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সব থেকে বেশি বিশ্বাস করেন ব্যাংকের উপরে। বর্তমানে বেশিরভাগ মানুষ নিজের ফোনের মাধ্যমে ব্যাংকের কাজ করে থাকে। কিন্তু, ইউএসবি ডিভাইসের মাধ্যমে স্মার্টফোনে খুবই সহজে ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব। এই ভাইরাস প্রবেশ করলে আপনার স্মার্টফোন খুব সহজে হ্যাকারের হাতে চলে যেতে পারে। এবং স্মার্টফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্ট এর সমস্ত ডিটেইলস হ্যাকার ব্যবহার করতে পারে। তাই ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক, কিছু টিপস আপনাদের জন্য নিয়ে এসেছে যার মাধ্যমে আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারেন।

@TheOfficialSBI অ্যাকাউন্ট থেকে করা টুইটে, আপনার জন্য এই টিপস দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ছোট ভিডিও এই টুইট মেসেজে যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনারা কি করবেন এবং কি করবেন না। চলুন স্টেট ব্যাংকের এই টিপসগুলি জেনে নিই।

https://twitter.com/TheOfficialSBI/status/1280721185085546496

আপনি কি করবেন:

আপনার ডিভাইসে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখুন।

ব্যাংক স্টেটমেন্ট এর সঙ্গে জড়িত যেকোন ফোল্ডার এবং ফাইল সুরক্ষিত করে রাখুন এবং এনক্রিপশন ব্যবহার করুন।

যে কোন ইউএসবি ডিভাইস কানেক্ট করার আগে অ্যান্টিভাইরাস দিয়ে ডিভাইসটিকে স্ক্যান করিয়ে নিন।

ইউএসবির মাধ্যমে ডেটা কপি করার জন্য ইউএসবি সিকিউরিটি প্রোডাক্ট ব্যবহার করুন।

কি করবেন না:

কখনো অত্যন্ত সেনসিটিভ যেকোনো তথ্য যেমন ব্যাংক ডিটেল এবং পাসওয়ার্ড ইউএসবি ডিভাইসে সেভ করবেন না।

ভাইরাস ইনফেক্টেড সিস্টেম নিজের ইউএসবি ডিভাইসের সঙ্গে যুক্ত করবেন না।

অচেনা লোকেদের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কথা বলবেন না। এছাড়া কোন ধরনের প্রমোশনাল ইউএসবি ডিভাইস গ্রহণ করবেন না।

Tags:    

Similar News