সুয়েজ খালে ট্রাফিক জ্যাম! আটকে থাকা জাহাজ প্রভাব ফেলবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেও

By :  SUMAN
Update: 2021-03-29 12:46 GMT

গত সপ্তাহের মঙ্গলবার খবর পাওয়া যায় যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল পানামা-রেজিস্টার্ড জাহাজ মিস এভারগ্রীন দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে। তীব্র বাতাসের দাপটে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও চালকের ব্যর্থতা পুরোপুরিভাবে অস্বীকার করা যায়না।

জাহাজটি প্রায় ৬ দিন ধরে খালে আটকে আছে, এবং খালের উভয়পাশে শত শত জাহাজ অপেক্ষারত অবস্থায় রয়েছে। এই খাল লোহিত সাগরকে মেডিটারানিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে, ফলে এটি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ২০০ কিলোমিটার শর্টকাট হিসেবেও গণ্য হয়। ৯টি ফুটবল পিচের ন্যায় আকার এবং এম্পায়ার স্টেট বিল্ডিং-এর মতো লম্বা বিশালাকার জাহাজটিকে স্বাভাবিকভাবেই তার অবস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জোর চেষ্টা চলছে।

Strategy Analytics জানিয়েছে যে, এই অবরোধ ইতিমধ্যে বিধ্বস্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও সেটা খুব বেশি নয় বলেই তাদের অনুমান। জানিয়ে রাখি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এখন চিপসেটের ঘাটতি চলছে যার প্রভাব ট্যাবলেট, ল্যাপটপ, টিভি এবং গাড়ির ওপরও পড়েছে।

এই রিসার্চ ফার্মটি আরও জানিয়েছে যে, বিশ্বব্যাপী যত সংখ্যক স্মার্টফোন সরবরাহ করা হয়, তার ৫%-এরও কম সুয়েজ খাল মারফত করা হয়। এগুলির বেশিরভাগটাই আকাশপথে বিশ্বব্যাপী পাঠানো হয়। তবে স্মার্টফোন শিল্পের ওপর এর প্রভাব খুব বেশি না হলেও তেল তথা জ্বালানি শিল্পের ওপর এর ব্যাপক প্রভাব পড়বে। সুয়েজ খাল মারফত যে জাহাজগুলি যাতায়াত করে সেগুলির বেশিরভাগই হল তেলবাহী জাহাজ। তাই দীর্ঘদিন ধরে যদি এই জলপথ অবরুদ্ধ থাকে এবং শত শত জাহাজ যদি গন্তব্যস্থলে যথাযথ সময়ে পৌঁছাতে না পারে, তাহলে জ্বালানি তেলের দাম আংশিক বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট সমস্ত পরিষেবা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News