Tata Motors Price Hike: ১ অক্টোবর থেকে টাটার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ছে

By :  SHUVRO
Update: 2021-09-22 06:49 GMT

সামনের মাস থেকে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণ করল টাটা মোটর্স (Tata Motors)। ভারতের বৃহত্তম বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২ শতাংশ দাম বাড়ছে Tata Motors-র গাড়ির

শেয়ার হোল্ডারদের টাটা জানিয়েছে, মডেল এবং ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে গাড়ির দাম ২ শতাংশ হারে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে টাটার প্রতিটি বাণিজ্যিক গাড়ির উপর প্রযোজ্য হবে নতুন দাম।

টাটার তরফে বলা বলেছে, স্টিল এবং দামি মেটালের মতো গাড়ি তৈরির নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে।ফলে গাড়ির দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা ছিল না।

প্রসঙ্গত, হালে চার চাকার পাশাপাশি দু'চাকা গাড়ির দামও বৃদ্ধি পেয়েছে। ইনপুট কস্ট (অন্যান্য খরচ) ক্রমাগত বাড়ার ফলে গাড়ি সংস্থাগুলিও দাম বাড়ানোর পথে হাঁটছে। যেমন গত মাসেই টাটা তাদের যাত্রীবাহি গাড়ির দাম বৃদ্ধি করেছে। আবার ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা, মারুতি সুজুকি (Maruti Suzuki)-ও এই মাস থেকে বিভিন্ন মডেলের দাম ১.৯ শতাংশ হারে বাড়িয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News