শীর্ষে Tata Nexon, তারপরেই Hyundai, এগুলি গত মাসে দেশে সর্বাধিক বিক্রিত Compact SUV

By :  SUMAN
Update: 2022-03-19 17:36 GMT

ভারতের বাজারে চার চাকার গাড়ির বাজারে ৪ মিটারের কম দৈর্ঘ্য এমন কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে প্রতিযোগিতা দেখার মতো। প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ডজনখানেক৷ আবার বেশ কিছু মডেল শীঘ্রই লঞ্চ হবে বলেও শোনা যাচ্ছে। অনেকেরই বড় গাড়ি পছন্দ, কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায় বাজেটের কারণে একটি বড় এসইউভি গাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে ছোট কম্প্যাক্ট এসইউভি হতে পারে সেরা। কারণ এতে ছোটর মধ্যে বড়-র স্বাদ পাওয়া যায়। এই প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে দেশে সর্বাধিক বিক্রিত সেরা পাঁচটি কম্প্যাক্ট এসইউভির তালিকা রইল।

Tata Nexon

টাটা নেক্সন (Tata Nexon) ফেব্রুয়ারি ২০২২-এ বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভি গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত মাসে এর মোট ১২,২৫৯টি ইউনিট বিক্রি হয়েছে। যার মধ্যে কেবল ভারতের বাজারে টাটা বেচেছে ৭,৯২৯টি। ফলে ২০২১-এর একই সময়ের তুলনায় বিক্রিবাটা ৫৫% বাড়াতে পেরেছে তারা।

Hyundai Venue

ভারতে সাব-৪এম কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হুন্ডাই ভেন্যু (Hyundai Venue)। গত মাসে ১০,২১২টি ভেন্যু বিক্রি হয়েছে। তবে ২০২১-এর ফেব্রুয়ারিতে ভেন্যুর ১১,২২৪ ইউনিট বিক্রি হয়েছিল।

Maruti Suzuki Vitara Brezza

মারুতি সুজুকি ভিতারা ব্রেজ্জা (Maruti Suzuki Vitara Brezza) গত মাসে মোট ৯,২৫৬টি বিক্রি হয়েছে। ভারতের বাজারে এটি তৃতীয় সর্বাধিক জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি গাড়ি। তবে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে বিক্রিতে ২০% ঘাটতি গিয়েছে। বর্তমানে সংস্থাটি Vitara Brezza-র নতুন প্রজন্মের মডেল নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করেছে।

Kia Sonet

কিয়া সনেট (Kia Sonet) ভারতের সেরা পাঁচটি কমপ্যাক্ট এসইউভি গাড়ির মধ্যে একটি। ফেব্রুয়ারিতে ৭,৯৯৭ টি সনেট বেচেছে কিয়া। যদিও গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ২৩% সঙ্কুচিত হয়েছে।

Mahindra XUV300

মাহিন্দ্রা এক্সইউভি৩০০ (Mahindra XUV300) হল অপর একটি জনপ্রিয় সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ি। গগত মাসে ৪,৫১১ ইউনিট XUV300 বিক্রি করেছে Mahindra। আবার গত বছরের ফেব্রুয়ারির তুলনায় গাড়িটির ৪২% বিক্রি বেড়েছে।

Tags:    

Similar News