HD ও SD সেট টপ বক্সের দাম কমালো ভিডিওকন D2h, জানুন নতুন দাম

By :  techgup
Update: 2020-04-22 12:34 GMT

ডিটিএইচ অপারেটর Videocon D2h তাদের এইচডি ও এসডি সেট টপ বক্সের দাম কমালো। কোম্পানি তাদের দুইধরনের সেট টপ বক্সের দাম ১০০ টাকা কমিয়েছে। দাম কমার পর D2h HD সেট টপ বক্স পাওয়া যাবে ১,৫৯৯ টাকায়। আবার ১,৪৯৯ টাকায় পাওয়া যাবে SD সেট টপ বক্স। দামের তুলনা করলে Dish TV এর সাথে Videocon D2h এর অনেক মিল আছে। ডিশ টিভির এইচডি সেট টপ বক্সের মূল্য ১,৫৯০ টাকা। আবার এসডি সেট টপ বক্সের মূল্য ১,৪৯০ টাকা।

আবার আমরা যদি Airtel Digital TV, Tata Sky এবং Sun Direct এর সেট টপ বক্সের কথা বলি, তাহলে সবচেয়ে সস্তায় সেট টপ বক্স দেয় এয়ারটেল। এয়ারটেলের ডিজিটাল টিভির এইচডি সেট টপ বক্সের দাম ১,৩০০ টাকা। আবার এসডি সেট টপ বক্সের দাম ১,১০০ টাকা। টাটা স্কাইয়ের দুই ধরণের সেট টপ বক্সের দাম ১,৪৯৯ টাকা।

অন্যদিকে সান ডাইরেক্ট এর এইচডি সেট টপ বক্সের দাম ১,৯৯৯ টাকা এবং এসডি সেট টপ বক্সের দাম ১,৭৯৯ টাকা। আপনাকে জানিয়ে রাখি D2h Gold HD কম্বো এর সাথে একমাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এতে এইচডি কানেকশনের সাথে ২৪৮ টি চ্যানেল পাওয়া যাবে। আবার এসডি কানেকশনেও গোল্ড প্যাকে একমাস ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এখানে ২২৯ টি চ্যানেল অফার করা হয়।

এছাড়াও ভিডিওকোন ডি২এইচ গত মাসে তাদের নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি সংশোধন করেছে। কোম্পানি এখন তিনটি স্ল্যাব তৈরি করেছে। যার মধ্যে প্রথমটি হল ১৩০ টাকার (১৫৩.৪০ টাকা ট্যাক্স সহ), যার মধ্যে ২০০ টি এসডি চ্যানেল দেওয়া হচ্ছে। দ্বিতীয়টি হল ১৫০ টাকার (১৭৭ টাকা ট্যাক্স সহ) যেখানে ২০১ থেকে ২২০ টি এসডি চ্যানেল পাওয়া যাবে। তৃতীয়টি হল ১৬০ টাকার (১৮০.৮০ টাকা ট্যাক্স সহ), এখানে ২২০ টিরও বেশি এসডি চ্যানেল উপলব্ধ আছে।

Tags:    

Similar News