লঞ্চের আগে জোর চর্চায় Vivo X60 Pro+, থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর

Update: 2021-01-17 14:06 GMT

গতবছর ডিসেম্বরের শেষে লঞ্চ হয়েছিল Vivo X60 সিরিজ। এই সিরিজের আওতায় আপাতত দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে- Vivo X60 ও Vivo X60 Pro। এই দুই ফোনে এক্সিনস ১০৮০ প্রসেসর দেওয়া হয়েছিল। তবে আগামী ২১ জানুয়ারি এই সিরিজের তৃতীয় ফোন হিসাবে আসবে Vivo X60 Pro+। শোনা যাচ্ছিলো এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। তবে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভিভো এক্স৬০ প্রো প্লাস এর আরেকটি ভ্যারিয়েন্ট থাকবে, যেখানে স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর ব্যবহার করা হবে।

টিপ্সটার Teme (@RODENT950) সম্প্রতি কয়েকটি টুইট করে আসন্ন Vivo X60 Pro+ ফোনটির প্রসেসর সহ জানিয়েছেন। প্রথম টুইটে তিনি বলেছেন, এই ফোনটি এসডি৮৭৫ প্রসেসর সহ আসতে পারে। আবার এতে থাকবে দুটি লেদার অপশন - অরেঞ্জ ও ব্ল্যাক। এই ধরণের ডিজাইন আমরা হুয়াওয়ে মেট ৩০ ফোনে দেখেছিলাম।

https://twitter.com/RODENT950/status/1350428775394250752

আবার দ্বিতীয় টুইটে তিনি বলেছেন, আগামী সপ্তাহে আসা ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোনে আমরা উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স পাবো। পাশাপাশি কোম্পানি এই ফোনের দুটি ভার্সন বাজারে আনতে বলে তিনি দাবি করেছেন। যার একটিতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং আরেকটিতে স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর থাকতে পারে।

জানিয়ে রাখি কোয়ালকম এখনও স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর লঞ্চ করেনি। এর বদলে তারা স্ন্যাপড্রাগন ৮৮৮ বাজারে এনেছে। যদিও সবাই মনে করছিল, আমেরিকান চিপসেট কোম্পানিটি স্ন্যাপড্রাগন ৮৬৫ এর আপগ্রেড ভার্সন হিসাবে স্ন্যাপড্রাগন ৮৭৫ এর ওপর থেকে পর্দা ওঠাবে। তবে সবাইকে অবাক করে স্ন্যাপড্রাগন টেক সামিটে ৮৮৮ প্রসেসরটি লঞ্চ করে কোয়ালকম। ফলে এখন দেখার টিপ্সটারের কথা মত সত্যি স্ন্যাপড্রাগন ৮৭৫ নামে কোনো প্রসেসর বাজারে আসে কিনা এবং ভিভোর ফোনে সেই প্রসেসর ব্যবহার হয় কিনা।

Tags:    

Similar News