বাড়ি বানাতে চান সিনেমা হল, Vu Masterpiece Glo QLED TV ভারতে লঞ্চ হল 75 ইঞ্চি স্ক্রিন সাইজ সহ

By :  SUPARNA
Update: 2022-03-07 18:24 GMT

Vu Technologies, আজ অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি তাদের হাই-এন্ড লাক্সারি স্মার্ট টিভি লাইনআপের অধীনে Vu Masterpiece Glo QLED TV নামের একটি নয়া স্মার্ট টিভি সিরিজ ভারতে লঞ্চ করলো। নবাগত এই সিরিজের অধীনে - ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চির বেজেল-বিহীন 4K রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল সমন্বিত তিনটি মডেল এসেছে। ফিচারের কথা বললে, ডিসপ্লে সাইজ ও পরিমাপ ভিন্ন ফিচারগত কোনো পার্থক্যই এগুলিতে লক্ষণীয় না। সেক্ষেত্রে, এই প্রত্যেকটি মডেলই ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়া, কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজ বর্তমান উক্ত সিরিজে। আর বিশেষত্ব হিসাবে, এই নয়া স্মার্ট টেলিভিশন-ত্রয়ী ১০০ওয়াট আরমানি গোল্ড ৪.১-চ্যানেল সাউন্ড সিস্টেম সহ এসেছে। প্রসঙ্গত, Vu Masterpiece 85-inch QLED TV আত্মপ্রকাশের প্রায় ২ বছর পর Vu Masterpiece Glo QLED TV সিরিজের আগমন ঘটলো। ফলে, সদ্য পোর্টফোলিওতে সংযুক্ত এই সিরিজে যে যথেষ্টই অ্যাডভান্স ফিচার উপস্থিত থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যাইহোক, চলুন তাহলে Vu Masterpiece Glo QLED TV সিরিজের দাম ও ফিচার প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক এবার।

Vu Masterpiece Glo QLED TV দাম ও লভ্যতা

ভারতে, ভিইউ মাস্টারপিস গ্লো কিউএলইডি টিভি সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে, ৫৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে আসা মডেলের জন্য ৭৪,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে আসা মডেলের জন্য ৯৯,৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চি ডিসপ্লে সমন্বিত মডেলের জন্য ১,৭৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। ভিইউ (Vu) -এর তরফ থেকে জানানো হয়েছে যে, Vu Masterpiece Glo QLED TV সিরিজকে শীঘ্রই, ই-কমার্স সাইট Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Vustore.com) বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

Vu Masterpiece Glo QLED TV স্পেসিফিকেশন

আগেই বলেছি, নবাগত ভিইউ মাস্টারপিস গ্লো কিউএলইডি টিভি সিরিজের অধীনে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চির তিনটি ডিসপ্লে ভ্যারিয়েন্ট উপলব্ধ। সেক্ষেত্রে, এই তিনটি মডেলেই, 4K (3,840x২,১৬০ পিক্সেল) QLED ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৮-- নিট পিক ব্রাইটনেস, HDR10+, HLG, ডলবি ভিশন আইকিউ এবং ১০-বিট কালার সাপোর্ট করে। বিশেষত্বের কথা বললে, এই স্মার্টটিভি-ত্রয়ীকে, চারটি মাস্টার স্পিকার এবং একটি সাবউফার সহ ১০০ওয়াট আরমানি গোল্ড ৪.১-চ্যানেল স্পিকার সিস্টেমের সাথে নিয়ে আসা হয়েছে। এছাড়া, ডলবি অ্যাটমস টেকনোলজির সাপোর্টও পাওয়া যাবে উক্ত সিরিজের মডেলগুলিতে।

সিরিজ অধীনস্ত তিনটি স্মার্ট টেলিভিশনে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও প্রসেসরের নাম কি তা এখনো নিশ্চিত করেনি সংস্থাটি। যাইহোক, স্টোরেজ হিসাবে এগুলিতে ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম পাওয়া যাবে। প্রতিটি মডেল গুগল বিকশিত অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমে রান করবে। আর, এগুলিতে গুগল অ্যাসিস্টেন্ট, গুগল প্লে ও ক্রোমকাস্ট অ্যাক্সেস করা যাবে। এছাড়া, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, গুগল প্লে এবং স্পটিফাই -এর মতো অ্যাপও সাপোর্ট করবে টিভি তিনটিতে। তদুপরি, সংস্থার বিবৃতি অনুসারে, গেমিংয়ের সময় ল্যাগ কমানোর এবং টিয়ারের জন্য এই নয়া সিরিজটিকে এএমডি ফ্রিস্ক্যান (AMD FreeSync) সহ অটো লো-লেটেন্সি মোড (ALLM), ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR) এবং HDR গেমিং টেকনোলজির সাথে নিয়ে আসা হয়েছে৷

কানেক্টিভিটির জন্য Vu Masterpiece Glo QLED TV সিরিজের প্রতিটি মডেলে, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, ১টি ইথারনেট পোর্ট, ৪টি এইচডিএমআই ২.১ পোর্ট, ১টি ইউএসবি ৩.০ পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, ডিজিটাল অডিও আউটপুট, ১টি এভি (AV) ইনপুট পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক মিলবে। এছাড়া, সিরিজ অন্তর্গত স্মার্টটিভিগুলির রিটেল বক্সের সাথে ইংরেজি এবং হিন্দি ভাষায় গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড ফিচার সহ একটি ব্লুটুথ/IR রিমোট দেওয়া হয়েছে। মডেল তিনটিতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর উপস্থিত।

Vu Masterpiece Glo QLED TV সিরিজের টিভিগুলি স্ট্যান্ড সহ এসেছে। ফলে এগুলিকে টেবিলে এবং দেওয়ালে, উভয় জায়গাতেই সেট করা যাবে। সেক্ষেত্রে, স্ট্যান্ড সহিত Vu Masterpiece Glo QLED TV ৫৫ ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের পরিমাপ ১,২২৮x৭৭১x২৫৭ মিমি এবং ওজন ১৫.৬ কেজি। ৬৫ ইঞ্চি মডেলের পরিমাপ ১,৪৪৭x৯০৬x৩০৬ মিমি এবং ওজন ১৯.১ কেজি। আর ৭৫ ইঞ্চি ডিসপ্লের সাথে আসা টিভির পরিমাপ ১,৬৭৫x১,০৪৬x৩৬৬ মিমি এবং ওজন ২৯.১ কেজি।

Tags:    

Similar News