আগামী মাসেই আসতে পারে Xiaomi -র প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন

By :  ANKITA
Update: 2020-09-06 07:44 GMT

গত সপ্তাহেই লঞ্চ হয়েছে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন ZTE Axon 20 5G। এই ফোনের সামনে লুকানো ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে ZTE ছাড়াও এই একই ধরণের প্রযুক্তির ওপর আরেকটি স্মার্টফোন কোম্পানি কাজ করছে। যার নাম Xiaomi। গত মাসে প্রথমবার জানা গিয়েছিল, শাওমি শীঘ্রই কমার্শিয়াল আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন নিয়ে আসবে।

সম্প্রতি ইউটিউবার, Sahil Karoul, Xiaomi -র আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনের হ্যান্ডস অন ভিডিও সামনে এনেছে। যেখানে ফোনটির ডিজাইনের সাথে কিছুদিন আগে লঞ্চ হওয়া Mi 10 Ultra এর ডিজাইনের মিল আছে। মনে করা হচ্ছে মি ১০ আলট্রা এর কোনো ভ্যারিয়েন্ট হবে নতুন ফোনটি। যদিও শাওমির তরফে তাদের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনের নাম এখনও জানানো হয়নি।

https://twitter.com/KaroulSahil/status/1301988080539201536

এদিকে Sahil Karoul তার টুইটে জানিয়েছে, শাওমি -র এই ফোনটি অক্টোবর বা নভেম্বর মাসে লঞ্চ হবে। কিছুদিন আগে শাওমি তাদের ব্লগ পোস্টে লিখেছিল, আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি উন্নত ফুল স্ক্রিন এফেক্টের সাথে আসবে, যেটিকে কোম্পানির সেল্ফ ডেভেলপড পিক্সেল অর্র্যাঞ্জমেন্ট এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। আগামী বছর থেকে এই ফোনের মাস প্রোডাকশন শুরু হবে।

ZTE Axon 20 5G ফোনটি তিনটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ২৩,৫৩০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রায় ২৬,৭৪০ টাকা ও ২৯,৯০০ টাকা।এই ফোনে ৬.৯২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। আবার এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। এই ফোনে ৪,২২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Tags:    

Similar News