বিদায় Mi, Xiaomi ফোনে দেখা যাবে এই নতুন লোগো

Update: 2021-09-13 14:13 GMT

ইতিমধ্যেই জনপ্রিয় চীনা ইলেকট্রনিক্স ব্র্যান্ড Xiaomi (শাওমি) ঘোষণা করেছে যে, সংস্থাটি এবার থেকে তার ডিভাইসগুলিতে 'Mi' (এমআই) ব্র্যান্ডিংয়ের পরিবর্তে 'Xiaomi' নামটিই ব্যবহার করবে। সম্প্রতি Mix 4 ফোনটি লঞ্চ হওয়ার ঠিক পরপরই এই ঘোষণা সবার সামনে এসেছে। সেক্ষেত্রে এখন বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, নাম বদলের কারণে 'Mi' সিরিজের ডিভাইসে নতুন 'Xiaomi' লোগো দেখা যাবে।

নতুন লোগো বিশ্ববাজারে Xiaomi-র পরিচিতি উজ্জ্বল করবে

শাওমির মতে এই নাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্তটি বিশ্বব্যাপী ব্র্যান্ডের উপস্থিতি নিশ্চিত করবে। তাছাড়া নতুন লোগো, ব্র্যান্ডের নামের সাথে ইউজারের অনুভব-উপলব্ধির ব্যবধান কমাবে বলেও আশা করছে সংস্থাটি। সেক্ষেত্রে এখন মূল কর্পোরেট ব্র্যান্ডের অধীনে শাওমি এবং রেডমি (Redmi) নামে দুটি স্বতন্ত্র প্রোডাক্ট সিরিজ থাকবে। এর মধ্যে রেডমি ব্র্যান্ডের পণ্যগুলি আগের মতই সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে, অন্যদিকে শাওমি ব্র্যান্ডের ডিভাইসগুলি প্রিমিয়াম হবে। স্মার্টফোন ছাড়াও ব্র্যান্ডের টিভি, ল্যাপটপ এবং আইওটি সেগমেন্টের ক্ষেত্রে এই নামকরণের বিষয়টি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, এই বিষয়ে শাওমি ইন্ডিয়ার মার্কেটিং প্রধান জাসকরন সিং কাপানি বলেছেন যে, কনজিউমার সেন্ট্রিক (উপভোক্তা-কেন্দ্রিক) ব্র্যান্ড হিসাবে শাওমি সবসময়ই নতুন এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে। হালফিলে সংস্থার প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জ বাজারে চমৎকার সাড়া পেয়েছে, এমনকি মে জুন মাসে তারা ১৪% মার্কেট শেয়ার দখল করতে সক্ষম হয়েছে বলেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তবে বলে রাখি, শাওমির কর্পোরেট ব্র্যান্ডিং এখনো 'Mi' লোগোর মাধ্যমে নির্দেশিত হবে। সেক্ষেত্রে এই বছরের শুরুর দিকে কোম্পানিটি, তার কর্পোরেট লোগোতে যে পরিবর্তন এনেছিল (আগের স্কোয়ার্ড লোগোর কোণের সাথে গোলাকার কনট্যুর, সফ্ট ডিজাইন) সেই নতুন 'Mi' টাইপোগ্রাফিই কর্পোরেট সেকশনে বিদ্যমান হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News