পয়সা উসুল দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল Airtel এবং Jio, কম খরচে ফাটাফাটি ইন্টারনেট সহ কলিং

সামনেই নতুন বছর। তার আগে গ্রাহকদের চমক দিতে দুর্দান্ত দুটি রিচার্জ প্ল্যান হাজির করেছে Airtel এবং Jio। ভয়েস কলিং, ডেটার পাশাপাশি পাওয়া যাবে OTT সাবস্ক্রিপশন।

Update: 2024-12-16 06:07 GMT

সম্প্রতি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে Airtel। হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি যারা OTT সাবস্ক্রিপশন চান, তাদের জন্য এটি দারুন বিকল্প হতে পারে। Airtel Thanks অ্যাপ ও অনলাইনে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। Airtel ছাড়াও নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে Reliance Jio। কোটি কোটি গ্রাহকদের জন্য আনা হয়েছে বিশেষ Jio New Year Welcome Plan। আসুন রিচার্জ প্ল্যানগুলির সুবিধা দেখে নেওয়া যাক।

Airtel এর নতুন রিচার্জ প্ল্যান

এয়ারটেলের নতুন রিচার্জে ২৮ দিন বিনামূল্যে Hotstar উপভোগ করতে পারবেন। এর সঙ্গে এক মাসের বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন অফার রয়েছে। এটি কেবল মোবাইলে ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকবে বিজ্ঞাপন। এই প্ল্যানে যে Hotstar এর সাবস্ক্রিপশন রয়েছে সেটি একটি বেসিক প্ল্যান।

এছাড়া প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS পাওয়া যাবে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই রিচার্জের খরচ ৩৯৮ টাকা।

Jio এর নতুন রিচার্জ প্ল্যান

নতুন বছর উপলক্ষে বিশেষ ওয়েলকাম প্ল্যান হাজির করেছে জিও। এই রিচার্জে ২০০ দিনের ভ্যালিডিটি-সহ মোট ৫০০ জিবি ডেটা পাওয়া যাবে, অর্থাৎ দৈনিক ২.৫ জিবি। সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, SMS, আনলিমিটেড ৫জি ডেটা এবং JioTV ও JioCinema সাবস্ক্রিপশন।

কোম্পানির তরফে জানানো হয়েছে, ১১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১১ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে MyJio অ্যাপ বা জিও ওয়েবসাইট থেকে রিচার্জটি করলে তবেই সুবিধাগুলি পাওয়া যাবে। জিও এর নতুন নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জের দাম ২০২৫ টাকা।

Tags:    

Similar News