2025 সালে রিচার্জ করার দরকার নেই, Jio, Airtel, Vi, BSNL এর 365 দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান দেখে নিন
এই প্রতিবেদনে Jio, Airtel, Vi, BSNL এর 365 দিনের প্ল্যান নিয়ে আলোচনা করবো। বছরে মাত্র একবার রিচার্জ করলে এই প্ল্যানগুলি সারা বছর কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা দেবে।
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর আপনি যদি 2025 সাল মোবাইল ফোন রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Jio, Airtel, Vi, BSNL এর 365 দিনের প্ল্যান নিয়ে আলোচনা করবো। বছরে মাত্র একবার রিচার্জ করলে এই প্ল্যানগুলি সারা বছর কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা দেবে।
Jio-র বার্ষিক 365 দিনের প্ল্যান
জিও 3599 টাকার প্রিপেড প্ল্যান
জিও-র 3599 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য প্রতিদিন 2.5 জিবি (মোট 912.5 জিবি) ডেটা পাবেন। এই প্ল্যানের গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হবে। আবার জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
জিও 3999 টাকার প্রিপেড প্ল্যান
জিও-র 3999 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য প্রতিদিন 2.5 জিবি (মোট 912.5 জিবি) ডেটা পাবেন। এখানেও গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। আবার এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। সাথে ফ্যানকোডের সাবস্ক্রিপশনও দেওয়া হবে।
এয়ারটেলের 365 দিনের প্ল্যান
এয়ারটেল 3599 টাকার প্রিপেড প্ল্যান
জিওর মতো এয়ারটেলেরও 3599 টাকার প্রিপেড প্ল্যান রয়েছে, যার বৈধতা 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা 365 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং প্রতিদিন 2 জিবি (মোট 730 জিবি) ডেটা পাবেন। আবার গ্রাহকরি আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করবেন। এই প্ল্যানে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো 24/7 সার্কেল এবং ফ্রি হ্যালোটিউনসের মতো বাড়তি সুবিধা দেওয়া হবে।
এয়ারটেল 3999 টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের 3999 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 365 দিন। এখানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য প্রতিদিন 2.5 জিবি (মোট 912.5 জিবি) ডেটা দেওয়া হবে। গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এখানেও আগের প্ল্যানের সমস্ত সুবিধা সহ পুরো বছরের জন্য ডিজনি + হটস্টারে সাবস্ক্রিপশন অফার করা হবে।
এয়ারটেল 1999 টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের 1999 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে মোট 24 জিবি ডেটা পাবেন। 24 জিবি ডেটা কোটা শেষ হয়ে গেলে প্রতি এমবিতে 50 পয়সা চার্জ দিতে হবে। এর সাথে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো 24/7 সার্কেল এবং ফ্রি হ্যালোটিউনসের মতো বাড়তি সুবিধা পাওয়া যাবে।
Vi 365 দিনের প্ল্যান
ভোডাফোন আইডিয়া 3699 টাকার প্রিপেড প্ল্যান
3,699 টাকার প্ল্যানটির বৈধতা 365 দিন। এই প্ল্যানের গ্রাহকরা 365 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং দৈনিক 2 জিবি (অর্থাৎ মোট 730 জিবি) ডেটা পাবেন। এখানে 90 দিনের জন্য 50 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে হাফ ডে আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং 1 বছরের জন্য হটস্টার সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধা রয়েছে।
ভিআই 3799 টাকার প্রিপেড প্ল্যান
Vi এর 3799 টাকার প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানের গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং দৈনিক 2 জিবি (অর্থাৎ মোট 730 জিবি) ডেটা পাবেন। এই প্ল্যানে 90 দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে হাফ ডে আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধা রয়েছে 1 বছরের জন্য।
ভিআই এর 3599 টাকার প্রিপেড প্ল্যান
Vi এর 3599 টাকার প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানের গ্রাহকরা 365 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং দৈনিক 2 জিবি (অর্থাৎ মোট 730 জিবি) ডেটা পাবেন। এই প্ল্যানে অর্ধদিবস আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
ভিআই 3499 টাকার প্রিপেড প্ল্যান
ভিআই এর 3,499 টাকার প্ল্যানটির বৈধতা 365 দিন। এই প্ল্যানের গ্রাহকরা 365 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক 100 এসএমএস এবং দৈনিক 1.5 জিবি (অর্থাৎ মোট 547.5 জিবি) ডেটা পান। সাথে 90 দিনের জন্য 50 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে। এই প্ল্যানে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
Vi 1999 টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার 1,999 টাকার প্ল্যানটির বৈধতা 365 দিন। এই প্ল্যানের গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, মোট 3600 এসএমএস এবং 365 দিনের জন্য মোট 24 জিবি ডেটা পাবেন।
BSNL 365 দিনের প্রিপেড প্ল্যান
বিএসএনএল 1999 টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য মোট 600 জিবি ডেটা পাওয়া যাবে।
BSNL এর 2999 টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং 365 দিনের জন্য 3 জিবি ডেটা (অর্থাৎ মোট 1095 জিবি) ডেটা পাওয়া যাবে।