Airtel এর নয়া পদক্ষেপ, গ্রাহকরা বিনামূল্যে দেখতে পাবে Zee5 অ্যাপের কনটেন্ট

Airtel আগে থেকেই এক্সস্ট্রিম ফাইবার প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি + হটস্টারের মতো ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা দিচ্ছে।

Update: 2024-12-21 08:33 GMT

কোটি কোটি Airtel গ্রাহকরা এখন বিনামূল্যে Zee5 ওটিটি দেখতে পারবেন। Zee5 এর জন্য জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে এয়ারটেল। সংস্থার ওয়াইফাই ব্যবহারকারীরা এখন বিনামূল্যে Zee5 অ্যাক্সেস করতে পারবেন। আর এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ব্যবহারকারীদের 699 টাকা বা তার বেশি মূল্যের ওয়াই-ফাই প্ল্যানের সাথছ Zee5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই অংশীদারিত্বের পরে, এয়ারটেল ব্যবহারকারীরা SonyLIV, ErosNow, SunNXT, AHa সহ 23 টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা

Airtel আগে থেকেই এক্সস্ট্রিম ফাইবার প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি + হটস্টারের মতো ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা দিচ্ছে। Zee5 যুক্ত হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা আরও একটি OTT অ্যাপের অ্যাক্সেস পাবেন। এছাড়া এয়ারটেল ব্ল্যাক ব্যবহারকারীরা তাদের প্ল্যানের সাথে ডিটিএইচ যুক্ত করতে পারেন। এর ফলে ব্যবহারকারীরা ঘরে বসেই ওটিটির পাশাপাশি এইচডি টিভি চ্যানেল দেখতে পারবেন।

এয়ারটেলের 398 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল সম্প্রতি তাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য 398 টাকার প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ভারত জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও ব্যবহারকারীদের দৈনিক 2 জিবি হাই স্পিড 4G ডেটা সহ আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে।

এছাড়া রয়েছে দৈনিক 100 ফ্রি এসএমএস সহ অন্যান্য সুবিধাও। এয়ারটেলের এই প্রিপেড প্ল্যানের বৈধতা 28 দিন। এখানে গ্রাহকরা 28 দিনের জন্য ডিজনি+ হটস্টার মোবাইল ভার্সনের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

Tags:    

Similar News