ফের কামাল BSNL এর, অক্টোবরেও জুড়লো লাখ লাখ গ্রাহক, পিছিয়ে পড়ল Jio, Airtel ও Vi
ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে বিএসএনএল সর্বোচ্চ 25.20 লাখ ব্যবহারকারী যুক্ত করেছে। আবার সেপ্টেম্বরে 3.80 লাখ এবং অক্টোবরে 7.60 লাখ গ্রাহক যুক্ত হয়েছে সংস্থার সাথে।
BSNL এর সুদিন অব্যাহত। সরকারি টেলিকম সংস্থাটি 2024 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে 3.6 মিলিয়ন বা প্রায় 36 লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে বলে নয়া রিপোর্টে দাবি করা হয়েছে। জুলাই মাসে বেসরকারি টেলিকম সংস্থা Airtel, Jio এবং Vodafone Idea রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে BSNL ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। অন্যদিকে বেসরকারি টেলিকম সংস্থাগুলির ব্যবহারকারীর সংখ্যা কমছে। অক্টোবরেও সেই ধারা বজায় রয়েছে।
সবচেয়ে বেশি গ্রাহক যোগ করেছে BSNL
ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে বিএসএনএল সর্বোচ্চ 25.20 লাখ ব্যবহারকারী যুক্ত করেছে। আবার সেপ্টেম্বরে 3.80 লাখ এবং অক্টোবরে 7.60 লাখ গ্রাহক যুক্ত হয়েছে সংস্থার সাথে। এদিকে এয়ারটেল, জিও সহ সমস্ত বেসরকারি সংস্থাগুলি এই সময়ে 1 কোটিরও বেশি ব্যবহারকারী হারিয়েছে। রিপোর্ট অনুসারে, বিএসএনএলের প্রিপেইড ব্যবহারকারীর সংখ্যা চলতি বছরের জুলাইয়ে 88.41 মিলিয়ন থেকে বেড়ে 2024 সালের অক্টোবরে 92.04 মিলিয়ন হয়েছে। আর সংস্থার পোস্টপেইড ব্যবহারকারীর সংখ্যা 44.20 লাখ থেকে বেড়ে 44.80 লাখে দাঁড়িয়েছে।
দেশজুড়ে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছে বিএসএনএল। আগামী বছরের জুনের মধ্যে সারা দেশে 4G পরিষেবা লঞ্চ করবে সরকারি টেলিকম কোম্পানিটি। এজন্য তারা 1 লাখ নতুন 4G মোবাইল টাওয়ার বসাবে, যার মধ্যে 51 হাজারের বেশি টাওয়ার বসানো হয়ে গিয়েছে । একই সঙ্গে আগামী বছরের এপ্রিল-মে মাস থেকে 5G নেটওয়ার্ক আপগ্রেড করারও প্রস্তুতি নিচ্ছে বিএসএনএল।
প্রাইভেট কোম্পানিগুলি প্ল্যানের দাম বাড়িয়ে বিপাকে
জুলাই মাসে, বেসরকারী সংস্থাগুলি তাদের গ্রাহক প্রতি গড় আয় (এআরপিইউ) বাড়ানোর জন্য মোবাইল ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি 600 টাকা পর্যন্ত ব্যয়বহুল হয়ে উঠে। তবে বিএসএনএল স্পষ্ট করে দিয়েছে যে, তারা বর্তমানে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পরিষেবার মান উন্নত করার দিকে মনোনিবেশ করছে। এই মুহূর্তে তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে না। ফলে বেসরকারি সংস্থাগুলির অনেক গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কে চলে এসেছে।