মাসে খরচ মাত্র 150 টাকা, BSNL এর গ্রাহক ফেরাতে সস্তা রিচার্জ প্ল্যান Jio-র
জিও 1,899 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা 336 দিনের বৈধতা পাবেন অর্থাৎ ব্যবহারকারীর সিম 336 দিনের জন্য বন্ধ হবে না। এখানে গ্রাহকরা ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন।
গত কয়েক মাসে লক্ষ লক্ষ Jio ব্যবহারকারী BSNL-এ তাদের নম্বর পোর্ট করেছেন। যেহেতু জুলাইয়ে বেসরকারি সংস্থাগুলির প্ল্যান ব্যয়বহুল হয়ে উঠেছে, তাই বেশিরভাগ ব্যবহারকারী সস্তায় বিএসএনএল সিম ব্যবহার করতে চাইছেন। যদিও এর পরেও জিও এখনও দেশের বৃহত্তম টেলিকম অপারেটর। সংস্থাটির মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 50 মিলিয়নের কাছাকাছি। এছাড়াও জিও সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য নিউ ইয়ার প্ল্যান লঞ্চ করেছে, যেখানে 200 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথে কলিং ও ডেটা সুবিধা দেওয়া হবে
336 দিনের সস্তা পরিকল্পনা
বিএসএনএলে যাওয়া গ্রাহকদের ফিরিয়ে আনতে নতুন প্ল্যান লঞ্চের পাশাপাশি দেশের বৃহত্তম টেলিকম সংস্থাটি দুর্দান্ত একটি প্রিপেইড প্ল্যান অফার করছে। সংস্থার এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। এখানে গ্রাহকরা প্রতি মাসে মাত্র 150 টাকা খরচ করে আনলিমিটেড কলিং, ডেটা, ফ্রি রোমিংয়ের মতো সুবিধা পাবেন। জিওর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম 1,899 টাকা।
সংস্থার ওয়েবসাইট অনুসারে, জিও এই সস্তা রিচার্জ প্ল্যানটিকে ভ্যালু ক্যাটাগরিতে রেখেছে। 1,899 টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা 336 দিনের বৈধতা পাবেন অর্থাৎ ব্যবহারকারীর সিম 336 দিনের জন্য বন্ধ হবে না। এখানে গ্রাহকরা ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও মোট 24 জিবি ডেটা দেওয়া হবে, যা গ্রাহকরা সম্পূর্ণ বৈধতা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সাথে মোট 3600 ফ্রি এসএমএস দেওয়া হবে।
আরও দুটি ভ্যালু প্ল্যান
প্রতিটি প্ল্যানের মতো, 1,899 টাকার জিওর এই রিচার্জ প্ল্যানেও ব্যবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাবেন। আবার জিও-র আরও দুটি ভ্যালু প্ল্যান রয়েছে 479 টাকা এবং 189 টাকা মূল্যে। 479 টাকার প্ল্যানে গ্রাহকরা 84 দিনের বৈধতা পান। এখানে 6 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেবেন। আবার জিও-র 189 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা পান। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 2 জিবি ডেটা দেওয়া হয়।