সারাবছর ইন্টারনেট ও কল সব আনলিমিটেড, Jio -র তিন রিচার্জ প্ল্যানে বিরাট লাভ

জিও-র 3599 টাকার প্ল্যান রিচার্জ করলে 365 দিন পরিষেবা উপভোগ করা যাবে। এতে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন।;

Update: 2024-12-16 08:04 GMT

Jio Best 3 Annual Plans

আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটি এবং দৈনিক 2.5 জিবি ডেটা সহ প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে জিওর বার্ষিক প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে। সংস্থাটি সম্প্রতি 200 দিনের বৈধতার একটি প্ল্যানও লঞ্চ করেছে। একেও লম্বা ভ্যালিডিটির জন্য বেছে নেওয়া যেতে পারে। এই তিনটি প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও, কোম্পানি যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটাও অফার করছে। সাথে জিও সিনেমা বিনামূল্যে দেখা যাবে।

Jio-র 2025 টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি 200 দিন। এখানে কোম্পানি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করছে। আবার যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হচ্ছে। এখানে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএসও পাওয়া যায়, আপনি সারা দেশ জুড়ে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানে জিও টিভি এবং জিও সিনেমা বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Jio-র 3599 টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যান রিচার্জ করলে 365 দিন পরিষেবা উপভোগ করা যাবে। এতে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। সাথে রয়েছে যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের হাতছানি ও আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। এখানে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএসও পাওয়া যাবে। জিও-র এই প্ল্যানে জিও টিভি এবং জিও সিনেমার সুবিধাও রয়েছে।

Jio-র 3999 টাকার প্ল্যান

365 দিন বৈধতার এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। আবার এখানে যোগ্য ইউজারদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হবে। সাথে সারা দেশে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। এই প্ল্যানটি প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস অফার করে। পাশাপাশি ফ্যান কোড, জিও সিনেমা এবং জিও টিভির বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।

Tags:    

Similar News