এই অফার মিস করলে পস্তাবেন, Amazon থেকে অর্ধেক দামে কিনুন 32 থেকে 55 ইঞ্চি স্মার্ট টিভি
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শীঘ্রই শেষ হতে চলেছে। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্টওয়াচে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। তাই এই সময়ে আপনি যদি একটি নতুন স্মার্ট টিভি খুঁজে থাকেন বা আপনার পুরানো টিভি বদলানোর পরিকল্পনা করে থাকেন, তবে এটিই সেরা সময়।
অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে Redmi, TCL, VW, Samsung, Sony, LG সহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট টিভি ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হবে। এছাড়াও, ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে। ব্যাংক অফারের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের কার্ড থাকা বাধ্যতামূলক। আবার ক্রেতারা কুপন ভিত্তিক অফার, অ্যামাজন পে অফার এবং নো-কস্ট ইএমআই অপশনও পাবেন।
Amazon ফেস্টিভ্যাল ফাইনাল ডেজ সেলে এই স্মার্ট টিভিতে বাম্পার ছাড় পাবেন
TCL 32-inch S Series HD TV
অ্যামাজন সেলে এই টিভিটি ৫২ শতাংশ ছাড়ে ৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই টিভির এমআরপি ২০,৯৯০ টাকা।
VW 32-inch Frameless Series HD TV
আপনি যদি ফ্রেমলেস টিভি কিনতে চান তবে ভিডাব্লু টিভিটি বেছে নিতে পারেন। ৫৮% ছাড়ে এটি ৭,১৯৯ টাকায় কেনা যাবে। এই টিভির এমআরপি ১৬,৯৯৯ টাকা।
Redmi 32-inch F Series HD TV
রেডমির ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি অ্যামাজন সেলে ৫৮ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এটি কেনা যাবে মাত্র ১০,৯৯০ টাকায়।
Sony Bravia 55-inch 4K Ultra HD TV
৫৫ ইঞ্চি সনি টিভিটি ৪০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এই স্মার্ট টিভিটি কিনতে পারবেন ৫৯,৯৯০ টাকায়।
LG 43-inch 4K Ultra HD TV
গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফাইনাল ডেজ সেলে এলজির স্মার্ট টিভিগুলি ৪০% পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। অ্যামাজন থেকে টিভিটি কিনতে পারবেন ২৯,৯৯০ টাকায়।
Mi 32-inch A-Series HD TV
অ্যামাজনের সেলে ৫৪ শতাংশ ছাড়ে স্মার্ট টিভিটি বিক্রি হচ্ছে ১১,৪৯০ টাকায়। এই টিভির এমআরপি ২৪,৯৯৯ টাকা।