উৎসবের মেজাজে বাড়িই হয়ে উঠবে থিয়েটার, জনপ্রিয় কোম্পানি লঞ্চ করল 85 ইঞ্চির দুর্দান্ত Smart TV
এই কয়েক বছরে ভারতের জনমানসের রোজনামচার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট টিভি (Smart TV)। আর ব্যাপক চাহিদার কারণে বর্তমানে বাজারে প্রচুর স্মার্ট টিভি মডেলও উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বাড়িতে থিয়েটারের এক্সপিরিয়েন্স বা ভরপুর বিনোদন পেতে এমনই একটি টেলিভিশন কিনতে চান, তাহলে HiSense-এর লেটেস্ট স্মার্ট টিভি আপনার জন্য উপযুক্ত বিকল্প হতে পারে। আসলে জনপ্রিয় চীন ভিত্তিক এই কোম্পানিটি সম্প্রতি Hisense Vidaa S85 গেমিং স্মার্ট টিভি লঞ্চ করেছে, যা ৮৫ ইঞ্চি ডিসপ্লে ও আরও অত্যাধুনিক ফিচারসহ এসেছে। এটি কিনতে প্রিমিয়াম মূল্য খরচ করতে হবে। আসুন এখন Hisense Vidaa S85 গেমিং স্মার্ট টিভির দাম, লভ্যতা এবং ফিচার সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…
Hisense Vidaa S85 গেমিং স্মার্ট টিভির স্পেসিফিকেশন
নতুন হাইসেন্স ভিডা এস৮৫ হাই-এন্ড গেমিং টিভিটি স্মুথ মেটাল বডি ডিজাইনসহ এসেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর (HDR) সাপোর্টযুক্ত ৮৫ ইঞ্চি ৪কে (4K) ডিসপ্লে রয়েছে যা ১.০৭ বিলিয়ন কালার কম্বিনেশন, আই প্রোটেকশন কোয়ালিটি ইঞ্জিন এবং টিইউভি রাইনল্যান্ডের লো ব্লু লাইট এবং নো-ফ্লিকার প্রযুক্তি বহন করবে। পারফরম্যান্সের জন্য টিভিটিতে দেওয়া হয়েছে কোয়াড কোর এ৫৫ প্রসেসর, যার সাথে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফ্ল্যাশ স্টোরেজের বিকল্প মিলবে। অন্যদিকে এই অ্যাপ্লায়েন্সে উন্নত মানের শব্দের জন্য ১৮ ওয়াট সাউন্ড আউটপুটযুক্ত দুটি স্পিকার এবং একটি ২৫ ওয়াট সাবউফারও রয়েছে; এক্ষেত্রে টিভিটি ডিপ এবং ক্লিয়ার অডিও অফার করবে, কারণ এতে ২.১ চ্যানেল সাউন্ড সিস্টেম ও ডলবি অ্যাটমস প্যানোরামিক সাউন্ডও সাপোর্টও আছে।
অন্যান্য ফিচারের কথা বললে, এই হাইসেন্স টিভিতে পাওয়া যাবে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট, স্মার্ট স্ক্রিন কাস্টিং অপশন, ভয়েস কন্ট্রোল ইত্যাদি বিকল্প। এতে আরামসে ভিডিও গেম খেলা যাবে।
Hisense Vidda S85 গেমিং স্মার্ট টিভির মূল্য, উপলভ্যতা
বর্তমানে হাইসেন্স কোম্পানি তাদের নতুন ভিডা এস৮৫ টিভির দাম প্রকাশ করেনি। তবে এটি ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬১ হাজার টাকা) মূল্যে সংস্থার দেশীয় বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ভারতে টিভিটি কবে থেকে কত দামে কেনা যাবে, সেই বিষয়ে এখন কোনো স্পষ্ট তথ্য নেই।