43 ইঞ্চি LG Smart TV বাম্পার ছাড়ে, ব্যাঙ্ক অফার ছাড়াই 21 হাজার টাকা ডিসকাউন্ট

এলজি স্মার্ট টিভির 43 ইঞ্চি স্ক্রিন সাইজ মডেলের আসল দাম 50,000 টাকার কাছাকাছি, তবে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে সীমিত সময়ের ডিলে এটি 29,990 টাকায় তালিকাভুক্ত।;

Update: 2024-12-26 05:37 GMT

নতুন বছরের আগে নতুন Smart TV কিনতে চাইলে LG-র 43 ইঞ্চি স্ক্রিন সাইজের একটি মডেল নিতে পারেন। এটি এখন অফারে পাওয়া যাচ্ছে। আমরা জানি ডিসপ্লে তৈরির ক্ষেত্রে সেরা ব্র্যান্ডগুলির মধ্যে এলজি অন্যতম। তাই সংস্থার টিভিতে দুর্দান্ত ডিসপ্লে পাওয়া যায়। এদিকে LG-র বড় ডিসপ্লের টিভি ওয়েবসওএস অপারেটিং সিস্টেমে চলে। আগামী পাঁচ বছর সংস্থাটি টিভিতে সফটওয়্যার আপডেট দেবে বলে জানিয়েছে।

আলোচ্য 43 ইঞ্চি স্ক্রিন সাইজের LG স্মার্ট টিভির সামনে এখন ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে এই অফার উপলব্ধ রয়েছে। এই টিভিটি প্রিমিয়াম বিল্ড-কোয়ালিটি সহ এসেছে এবং বেজেল-লেস ডিজাইন অফার করে। আবার এতে এআই ব্রাইটনেস এবং এআই সাউন্ডের মতো ফিচারও রয়েছে।

এই অফারের সাথে কিনুন স্মার্ট টিভি

এলজি স্মার্ট টিভির 43 ইঞ্চি স্ক্রিন সাইজ মডেলের আসল দাম 50,000 টাকার কাছাকাছি, তবে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে সীমিত সময়ের ডিলে এটি 29,990 টাকায় তালিকাভুক্ত। এর সাথে 1000 টাকার কুপন ডিসকাউন্ট রয়েছে।

শুধু তাই নয়, কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 1000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। সমস্ত অফারের সুবিধা নিতে পারলে এলজির এই স্মার্ট টিভি মাত্র 27,990 টাকায় কেনা যাবে।

এলজি স্মার্ট টিভির স্পেসিফিকেশন

এই স্মার্ট টিভিতে রয়েছে 43 ইঞ্চি স্ক্রিন সাইজের 4K ডিসপ্লে। বিল্ট-ইন ওয়াইফাই ছাড়াও এতে দুটি ইউএসবি পোর্ট ছাড়াও অন্যান্য কানেক্টিভিটি অপশন উপস্থিত। সাউন্ডের জন্য এতে 20W ক্ষমতা সহ 2.0 চ্যানেল স্পিকার পাওয়া যাবে। সাথে রয়েছে এআই সাউন্ড সাপোর্ট।

Tags:    

Similar News