Xiaomi 14 সিরিজের সাথে একই‌ দিনে লঞ্চ হচ্ছে 85 ইঞ্চি স্ক্রিনের Xiaomi TV S Pro Mini LED সিরিজ

By :  techgup
Update: 2023-10-24 07:15 GMT

Xiaomi সম্প্রতি ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি স্ক্রিনের সাথে TV S Pro লঞ্চ করেছিল। এখন আবার সংস্থাটি এর ৮৫ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্ট আনতে চলেছে। আগামী ২৬ অক্টোবর এই টিভির উপর থেকে পর্দা সরানো হবে। উল্লেখ্য, এই একই দিনে Xiaomi 14 সিরিজ লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি Xiaomi TV S Pro সিরিজ Mini LED স্ক্রিন অফার করবে‌। উল্লেখ্য, মিনি এলইডি স্ক্রিন হল এলসিডি টিভি প্যানেলের একটি নতুন ভার্সন, যেখানে ব্যাকলাইটিংয়ের জন্য ছোট ছোট এলইডি ব্যবহার করা হয়। এরফলে দুর্দান্ত ইমেজ কোয়ালিটি, সঠিক কনট্রাস্ট ও উজ্জ্বল হাইলাইট পাওয়া যায়।

আশা করা যায়, স্ক্রিন সাইজ ছাড়া Xiaomi TV S Pro 85 inch মডেলের অন্যান্য স্পেসিফিকেশন ৬৫ ও ৭৫ ইঞ্চি মডেলের মতো হবে। আগের দুটি টিভিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২২০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ডলবি ভিশন সাপোর্ট করবে।

আবার এগুলিতে কোয়াড কোর এ৭৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এগুলিতে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি এইচডিএমআই ২.০ পোর্ট ও দুটি ইউএসবি পোর্ট ও একটি অপটিক্যাল ইনপুট উপলব্ধ। টিভি দুটি ৩০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করে।

Tags:    

Similar News