গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Redmi Note 10S, ভারতে আসতে পারে Poco ব্র্যান্ডিংয়ের সাথে

Xiaomi সদ্য ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Redmi Note 10 সিরিজ। ভারতে এই সিরিজের তিনটি ফোন (Redmi Note 10, Redmi Note 10 Pro, এবং Redmi Note 10 Pro Max) লঞ্চ হলেও, গ্লোবাল মার্কেটে আরও দুটি স্মার্টফোন এই সিরিজের আওতায় আনা হয়েছে – Redmi Note 10S এবং Redmi Note 10 5G। এরমধ্যে রেডমি নোট ১০এস ফোনটি কিছুমাস পরে ভারতে আসতে পারে। আসলে আজ এই ফোনকে M2103K9BI মডেল নম্বরের সাথে BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

জনপ্রিয় টিপস্টার সুধাংশু একটি টুইট করে জানিয়েছেন, Xiaomi Redmi Note 10S ফোনটিকে আজ M2103K9BI মডেল নম্বরের সাথে ভারতের সার্টিফিকেশন সাইট, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই ফোনটি কিছুমাস পরে ভারতে আসবে। যদিও টিপস্টারের অনুমান ভারতে এই ফোনকে Poco ব্র্যান্ডিংয়ের সাথে আনা হবে।

Redmi Note 10S এর স্পেসিফিকেশন

ইউরোপে রেডমি নোট ১০এস ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১২ ওএসে চলে। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৬ জিবি/৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 10S ফোনে কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

এই ফোনটি জল প্রতিরোধী ডিজাইন সহ এসেছে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

Redmi Note 10S এর দাম

ইউরোপে রেডমি নোট ১০এস এর দাম শুরু হয়েছে ২৯৯ ডলার থেকে (প্রায় ১৬,৫০০ টাকা)। ফোনটি ওনিক্স গ্রে, পেবল হোয়াইট এবং ওশেন ব্লু কালারের সাথে লঞ্চ হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন