Happy Republic Day 2024: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, হোয়াটসঅ্যাপে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা

রাত পোহালে সমগ্র ভারতবর্ষের মানুষ পালন করবে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। আর যেহেতু বর্তমানে আমরা দিনের শুরু থেকে রাত্রে ঘুমোতে যাবার আগে পর্যন্ত…

রাত পোহালে সমগ্র ভারতবর্ষের মানুষ পালন করবে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। আর যেহেতু বর্তমানে আমরা দিনের শুরু থেকে রাত্রে ঘুমোতে যাবার আগে পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে থাকি, তাই আগামীকাল কমবেশি প্রত্যেকটি মানুষই একে অপরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য স্মার্টফোন তথা বিভিন্ন সোশ্যালমিডিয়ার ব্যবহার করবে। তবে এই বার গতানুগতিক ভাবে প্রজাতন্ত্র দিবসের বার্তা প্রেরণ না করে যদি অন্য কোনো ভাবে প্রজাতন্ত্রের বার্তা পাঠানো যায় তাহলে কেমন হয়? আর এই কাজটি করার জন্য আপনি এই বছর ব্যবহার করতে পারেন WhatsApp Sticker-এর। তবে কিভাবে WhatsApp Sticker পাঠাতে হয় সেটি যদি আপনি না জেনে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ, এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো কিভাবে WhatsApp Sticker পাঠিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা পাঠানো যায়।

কিভাবে স্টিকারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাবেন?

  • প্রথমে গুগল প্লে স্টোরে যান।
  • তারপর সার্চ অপশনে “Republic Day Stickers” লিখে সার্চ করুন।
  • সার্চ করার পর আপনি যে রেজাল্ট পাবেন সেখান থেকে পছন্দের স্টিকার সিলেক্ট করুন।
  • এবার স্টিকার প্যাকটি খুলুন এবং “Add” বা “Add to WhatsApp” অপশনে ক্লিক করুন।
  • এবার স্টিকারগুলি নিশ্চিত করতে “Add” বোতামে ক্লিক করুন।
  • স্টিকার প্যাক যুক্ত করার পর হোয়াটসঅ্যাপে যান এবং যেকোনো ব্যক্তি বা গ্রুপ চ্যাট খুলুন।
  • এবার স্টিকার বিভাগে যান এবং ইতিমধ্যে যুক্ত করা স্টিকার প্যাকে ক্লিক করুন।
  • তারপর আপনি আপনার পছন্দের মানুষকে স্টিকারের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।