একসঙ্গে ৫০টি গ্রুপের সাথে যুক্ত থাকুন, কীভাবে WhatsApp কমিউনিটি বানাবেন

সম্প্রতি কমিউনিটিস (Communities) নামক একটি নতুন ফিচার লঞ্চ করেছে WhatsApp। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর বলে প্রমাণিত হবে, কারণ এর সহায়তায় ইউজাররা একটি কমিউনিটির মধ্যে ৫০ টি আলাদা আলাদা WhatsApp গ্রুপকে অন্তর্ভুক্ত করতে পারবেন। ফলে এখন ব্যবহারকারীরা এক জায়গায় অনেকগুলি গ্রুপের সঙ্গে যুক্ত হতে সক্ষম হবেন। Meta মালিকানাধীন সংস্থাটির তরফে জানানো হয়েছে যে, ধীরে ধীরে এই ফিচারটিকে রোলআউট করা হচ্ছে; এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সকল ইউজারদের কাছে পৌঁছে যাবে। ব্যবহারকারীরা নিজেদের WhatsApp খুলে এই ফিচারটি তাদের জন্য উপলব্ধ হয়েছে কি না, তা চেক করে নিতে পারেন। সেক্ষেত্রে যদি ইতিমধ্যেই ইউজারদের কাছে এই ফিচারটি এসে গিয়ে থাকে, তবে কীভাবে এটি ব্যবহার করতে হবে তা জেনে নিন।

WhatsApp-এ কীভাবে Community তৈরি করবেন?

১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

২. এরপর নিউ চ্যাট (New Chat)-এ ট্যাপ করুন এবং নিউ কমিউনিটি (New Community) অপশনটি সিলেক্ট করুন।

৩. এখন গেট স্টার্টেড (Get Started) অপশনে ক্লিক করুন।

৪. এরপরে কমিউনিটির নাম, ডেসক্রিপশন এবং প্রোফাইল ফটো এন্টার করুন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে, কমিউনিটির নাম কখনো ২৪ অক্ষরের (ক্যারেক্টার) চেয়ে বড়ো হবে না।

৫. আপনি চাইলে ক্যামেরা আইকনে ট্যাপ করেও ডেসক্রিপশন এবং কমিউনিটি আইকন অ্যাড করতে পারেন।

৬. এখন আপনাকে একটি নতুন গ্রুপ তৈরি করতে কিংবা বিদ্যমান গ্রুপকে কমিউনিটিতে অ্যাড করার জন্য নেক্সট (Next)-এ ট্যাপ করতে হবে।

৭. উপরিউক্ত পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা হয়ে গেলে ক্রিয়েট (Create)-এ ট্যাপ করুন। এইভাবে আপনি নতুন হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করতে সক্ষম হবেন।

WhatsApp Community তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলি জানা খুবই জরুরি:

  • কমিউনিটিতে সর্বাধিক ৫০ টি গ্রুপ অ্যাড করা যেতে পারে।
  • কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সর্বাধিক ৫,০০০ জন সদস্যকে অ্যাড করা যাবে।
  • কমিউনিটির মেম্বাররা যে-কোনো গ্রুপে জয়েন করতে পারবেন।
  • কোনো ইউজারের তৈরি করা কমিউনিটির জন্য কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। 
  • কমিউনিটির অ্যাডমিন অ্যানাউন্সমেন্ট গ্রুপের সকল সদস্যদের মেসেজ পাঠাতে পারবেন।