গ্রুপ কলিংয়ের সময় গায়েব হচ্ছে শব্দ, ইউজারদের অভিযোগে নীরব WhatsApp

স্মার্টফোন আছে অথচ তাতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) অ্যাপ্লিকেশন নেই, এ ছবি বর্তমান সময়ে খানিকটা বিরল পর্যায়ভুক্ত। প্রয়োজন-প্রিয়জনের মেসেজ বা চ্যাটিংয়ের জন্য তো বটেই, পাশাপাশি ফোন কল…

স্মার্টফোন আছে অথচ তাতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) অ্যাপ্লিকেশন নেই, এ ছবি বর্তমান সময়ে খানিকটা বিরল পর্যায়ভুক্ত। প্রয়োজন-প্রিয়জনের মেসেজ বা চ্যাটিংয়ের জন্য তো বটেই, পাশাপাশি ফোন কল বিশেষ করে ভিডিও কল করার জন্যও এই প্ল্যাটফর্মটি বেশ জনপ্রিয়; সমাদৃত এর গ্রুপ ফিচারটিও। বিগত কয়েক বছর ধরেই বন্ধুবান্ধব, দূরে থাকা পরিজনদের সাথে কনফারেন্স বা গ্রুপ কলিংয়ের জন্য ইন্টারনেট ইউজাররা WhatsApp ব্যবহার করেন। তবে করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ার পর, গ্রুপ ভিডিও এবং অডিও কল করার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর বাজারে উপলব্ধ বিভিন্ন ইন্টারনেট কলিং (ভয়েস ও ভিডিও) প্ল্যাটফর্মের সাথে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি তার কলিং অপশনে বহু পরিবর্তন এনেছে। যেমন এখন WhatsApp-এর গ্রুপ ভয়েস/ভিডিও কলিংয়ের ক্ষেত্রে একসাথে ৩২ জন কানেক্ট হতে পারেন, নিঃসন্দেহে যা একটি সুবিধার বিষয়। কিন্তু শোনা যাচ্ছে এই ফিচারটির কারণেই অস্বস্তিতে কিছু ইউজার।

কমেছে WhatsApp গ্রুপ কলিংয়ের গুণমান

ঠিকঠাক ইন্টারনেট কানেকশন থাকলে হোয়াটসঅ্যাপে বিনা ঝামেলায় কল (এমনকি গ্রুপ কল) করা যায়, এমনটাই বলতেন অধিকাংশ ইউজার। কিন্তু এখন প্ল্যাটফর্মে গ্রুপ কলিংয়ের গুণমান নাকি আগের মত নেই! বহু ইউজার অভিযোগ করেছেন যে, কোনো গ্রুপ ভয়েস কলের সময় ৪-৬ জন সদস্য কানেক্ট থাকলে পর্যন্ত কল করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কোনও সমস্যা নেই, তবে সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে কলিংয়ের মান খারাপ হতে শুরু করে। এক্ষেত্রে কখনও কখনও ভয়েস লাইনারগুলি দৃশ্যমান হয় কিন্তু শব্দ আসে না, আবার মাঝেমধ্যে ভয়েস লাইনারগুলির ওয়েব লেন্থ সরল হয়ে যায়। আচমকা ভয়েস ব্রেকিংয়ের সমস্যার কথা বলেছেন অনেকেই, তবে হোয়াটসঅ্যাপ নিজে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

WhatsApp আনছে এই সমস্ত ফিচার

ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে, হোয়াটসঅ্যাপ বর্তমানে অনেকগুলি ফিচার নিয়ে কাজ করছে যার ফলে আগামীদিনে সাধারণ ইউজারদের পাশাপাশি গ্রুপ অ্যাডমিনরা কিছু নতুন সুবিধা পাবেন। এক্ষেত্রে অ্যাপের ইন্টারফেসে ক্যামেরা শর্টকাট থেকে শুরু করে ‘অনলাইন’ স্ট্যাটাস অফ করার মত কিছু ফিচার উপভোগ করা যাবে বলে নিশ্চিত করেছে WABetaInfo।

এছাড়াও শোনা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা চালু হওয়ার পরে, ফেসবুক (Facebook) বা ইনস্টাগ্রাম (Instagram)-এর মত চ্যাট লিস্ট থেকেই কারও স্ট্যাটাস দেখা যাবে। এই সুবিধাটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোর (Google Play Store)-এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের বিটায় (ভার্সন ২.২২.১৯.৭) আপডেট করা হয়েছে।