WhatsApp-এর কল্যাণে আপনিও হতে পারেন ‘অবতার’! ভিডিও কলিং ও স্টিকারের জন্য আসছে নতুন ফিচার

একথা আমাদের সকলেরই জানা যে, ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) তাদের প্ল্যাটফর্মটিতে প্রায়শই একাধিক কার্যকর ফিচার যুক্ত করে থাকে। এর মধ্যে অনেক ফিচার বেশ মজাদারও হয়। সেক্ষেত্রে আসন্ন দিনগুলিতে সংস্থাটি এরকমই একটি মজাদার ফিচার প্ল্যাটফর্মটিতে নিয়ে আসার জন্য জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে বলে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। আসলে বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Meta (মেটা) মালিকানাধীন কোম্পানিটি এবার আনতে চলেছে ডিজিটাল অবতার (Avtar) ফিচার। এই ফিচারের সুবাদে, Facebook ও Messenger-এর অনুকরণে নির্মিত আগামী দিনে WhatsApp-এ কেউ ভিডিও কল করলে ইউজারদের বদলে তাদের ডিজিটাল অবতারের ছবি স্ক্রিনে ভেসে উঠবে। এই পরিস্থিতিতে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে নতুন ‘অবতার’ সেকশন এবং সেখান থেকে তৈরি অবতার চ্যাটে স্টিকার হিসেবে পাঠানোর অপশন খুঁজে পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetainfo-র প্রতিবেদন অনুসারে, উল্লিখিত অবতারটি হবে গ্রাহকের অ্যানিমেটেড ডিজিটাল রূপ এবং সেটি কেমন হবে তা ইউজাররা হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এবং এর জন্য হোয়াটসঅ্যাপ ভবিষ্যতের আপডেটে প্ল্যাটফর্মটিতে অবতারের জন্য একটি ডেডিকেটেড বিভাগ (সেকশন) চালু করতে পারে। যেমনটা শুরুতেই বলেছি, সেকশনটিকে ইতিমধ্যেই সংস্থার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১১-এ দেখা গেছে যা গুগল প্লে (Google Play) বিটা প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ। রিপোর্টে বলা হয়েছে যে, সংস্থাটি এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের অবতারগুলি তৈরি এবং কাস্টমাইজ করার পাশাপাশি সেগুলিকে স্টিকার হিসেবে পরিচিতদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত শেয়ারও করতে পারবেন। তবে এই অবতার দ্বিমাত্রিক হবে নাকি ত্রিমাত্রিক, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর পাশাপাশি WABetainfo হোয়াটসঅ্যাপের ডেডিকেটেড অবতার সেকশনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে ব্যবহারকারীরা তৈরি করতে সক্ষম হবেন এমন একগুচ্ছ সম্ভাব্য অবতারের ছবি দেখা গেছে। আবার, স্ক্রিনশটটির নীচে “ক্রিয়েট ইওর অবতার” (Create your avatar) অর্থাৎ নিজের অবতার তৈরি করুন শীর্ষক বিকল্পও বিদ্যমান, যা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই অপশনটিতে ক্লিক করেই ইউজাররা নিজেদের অবতার তৈরি করতে পারবেন। সেইসাথে এই পদ্ধতিতে ব্যবহারকারীরা নিজেদেরকে যে একটু অন্যভাবে হোয়াটসঅ্যাপে উপস্থাপন করতে পারবেন, সেই বিষয়টিকে স্পষ্ট করে স্ক্রিনশটে একথাও উল্লিখিত রয়েছে যে, “এ নিউ ওয়ে টু বি ইউ অন হোয়াটসঅ্যাপ” (A new way to be you on WhatsApp) বা হোয়াটসঅ্যাপে নিজেকে একটু অন্যভাবে উপস্থাপনের উপায়।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, WhatsApp-এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৫.৫-এ সর্বপ্রথম এই ডিজিটাল অবতার ফিচারটিকে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে WABetaInfo বলেছে, নতুন ফিচারটি রোলআউট হলে ব্যবহারকারীরা WhatsApp-এ ভিডিও কল স্ক্রিনে একটি নতুন বিকল্প দেখতে পাবেন। এই “স্যুইচ টু অবতার” (Switch to avatar) অপশনে ক্লিক করলেই ইউজারদের নিজস্ব অবয়বের পরিবর্তে তাদের কার্টুনের মতো অবতার স্ক্রিনে ফুটে উঠবে। তবে ঠিক কবে নাগাদ এটির স্টেবল আপডেট রোলআউট হবে, সে সম্পর্কে WhatsApp এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি।