EV Charging Station: বৈদ্যুতিক যানবাহনের জন্য দেশে 5,000 চার্জিং স্টেশন তৈরি করবে EVRE

বৈদ্যুতিক যানবাহনের চার্জিং পরিকাঠামো উপর কাজ করা কোম্পানি EVRE, এবার পণ্য সরবরাহকারী সংস্থা Zyngo-র সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল। সংস্থা দুটি যৌথভাবে পার্কিং এবং চার্জিং পরিকাঠামোর পরিষেবা প্রদান করবে। এই জোটের আওতায় ২০২৩-এর মধ্যে সমগ্র দেশে ৫,০০০ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করবে EVRE। যেগুলি Zyngo সহ ইভি ফ্লিট অপারেটররাই কেবল ব্যবহার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।

পাশাপাশি জিংগো (Zyngo) বর্তমানে তাদের ৫০০টি বৈদ্যুতিক যানবাহন, আগামী দিনে ১০,০০০ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এর ফলে সংস্থার যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইডের নির্গমন প্রতি বছর ২৭ মেট্রিক টন হারে কমবে। একই সাথে বার্ষিক ১২ মিলিয়ন লিটার জীবাশ্ম জ্বালানির সাশ্রয় হবে। এমনটাই দাবি EVRE-এর।

এই ইভি চার্জিং স্টেশনের প্রকল্পটি বাস্তবায়িত হলে জিংগো (Zyngo) তাদের ডেলিভারি দেওয়ার পরিসরও বৃদ্ধি করতে পারবে। অন্যদিকে চার্জিং পরিকাঠামোগুলির ডিজাইন, নির্মাণ, পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব EVRE-এর। এই অংশীদারিত্বের প্রাথমিক পর্যায়ে ৫০০টি চার্জিং স্টেশন তৈরি করবে EVRE।

Zyngo-র প্রতিষ্ঠাতা এবং সিইও প্রতীক রাও (Prateek Rao) অংশীদারিত্ব প্রসঙ্গে বলেছেন, “EVRE-এর অত্যাধুনিক চার্জিং পরিকাঠামো এবং ফ্লিট ম্যানেজমেন্ট, উন্নত লজিস্টিক টেক প্ল্যাটফর্মে Zyngo-র দক্ষতা, ইলেকট্রিক ভেহিকেল ইকোসিস্টেমকে দ্রুত গ্রহণ করতে সহায়তা করবে।”

অন্যদিকে EVRE-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও কৃষ্ণা কে জাস্তি (Krishna K Jasti) এই প্রসঙ্গে বলেন, “কোম্পানির লক্ষ্য কম্পিউটার ভিশন প্রযুক্তির অগ্রগতির পরিষেবা এবং যৌথ নির্মাণের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ ঘটানো।”