Zebronics Zeb-Octave: টাওয়ার স্পিকারেও ডলবি অডিও সাপোর্ট, তাক লাগালো জেব্রোনিক্স

ভারতে উন্মোচিত হলো দেশীয় সংস্থা Zebronics-এর Zeb-Octave 340W টাওয়ার স্পিকার। এতে রয়েছে ডলবি অডিও। প্রসঙ্গত, জেব্রোনিক্স হলো ভারতের প্রথম ব্র্যান্ড, যারা টাওয়ার স্পিকার ক্যাটাগরিতে ডলবি…

ভারতে উন্মোচিত হলো দেশীয় সংস্থা Zebronics-এর Zeb-Octave 340W টাওয়ার স্পিকার। এতে রয়েছে ডলবি অডিও। প্রসঙ্গত, জেব্রোনিক্স হলো ভারতের প্রথম ব্র্যান্ড, যারা টাওয়ার স্পিকার ক্যাটাগরিতে ডলবি অডিও টেকনোলজি নিয়ে এসেছে। নতুন এই স্পিকারটি আগে লঞ্চ হয় Zebronics ZEB-Juke Bar 4050 75W সাউন্ডবারের উত্তরসূরী। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Zeb-Octave স্পিকারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics Zeb-Octave স্পিকারের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রোনিক্স জেব অক্টেভ স্পিকারের দাম ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ নতুন স্পিকারটি।

Zebronics Zeb-Octave স্পিকারের স্পেসিফিকেশন

জেব্রোনিক্স জেব অক্টেভ হল একটি শক্তিশালী ৩৪০ ওয়াটের স্পিকার। মনোরম সাউন্ড এক্সপেরিয়েন্স সরবরাহ করার জন্য এর তিন দিকে রয়েছে অডিও আউটপুট। তাছাড়া স্পিকারটি ব্ল্যাক এবং গোল্ড কেস, টাচ কন্ট্রোল ও সামনের দিকে এলইডি স্ক্রিনের সাথে এসেছে। সেই সঙ্গে এর ডলবি এবং ভিজুয়াল থ্রিডি অডিও টেকনোলজি দুর্দান্ত রিয়ালিস্টিক অডিও আউটপুট প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, অডিও ডিভাইসটিতে থাকছে মিড- রেঞ্জ ড্রাইভার, পাওয়ারফুল সাব উফার এবং টুইটার।

অন্যদিকে, Zebronics Zeb-Octave স্পিকার দুটি ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে কারাওকে ফাংশন অফার করবে। তাছাড়া রিমোট কন্ট্রোল ব্যবহারের মাধ্যমে এর চারটি ইকুইলাইজার অপশন নিয়ন্ত্রণ করা সম্ভব। তদুপরি স্পিকারটির কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে এইচডিএমআই, ইউএসবি, অপটিক্যাল, ককক্সিয়াল, এইউএক্স এবং ব্লুটুথ। সর্বোপরি জেব্রোনিক্স টাওয়ার স্পিকার স্মার্টটিভি, পিসি এবং টিভির সাথে সামঞ্জস্যপূর্ণ।