Bajaj Pulsar NS200, N250 নাকি RS200? কোন পালসার পথের অভিজ্ঞতা বেশি সুন্দর করবে

সম্প্রতি Bajaj Pulsar NS200 ডুয়েল চ্যানেল এবিএস এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সহ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। দাম ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।…

সম্প্রতি Bajaj Pulsar NS200 ডুয়েল চ্যানেল এবিএস এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সহ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। দাম ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এর প্রায় একই দামে সংস্থার লাইনআপে রয়েছে নেকেড স্ট্রিটফাইটার Pulsar N250। আবার ২০০ সিসি ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Pulsar RS200-র আভিজাত্যও কম নয়। আজকের এই প্রতিবেদনে পালসারের এই তিনটি মডেলের তুলনামূলক আলোচনা করা হল।

Bajaj Pulsar NS200 vs N250 vs RS200 : ডিজাইন ও কালার

ডিজাইনের দিক থেকে পালসারের এই তিনটি মোটরসাইকেল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। বাজারে প্রতিটি আলাদাভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। NS200 ও N250 হচ্ছে নেকেড স্ট্রিটফাইটার । যেখানে RS200 একটি ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল। NS200 দুটি পেইন্ট স্কিম অপশনে অফার করে বাজাজ। অন্যদিকে N250 ও RS200 তিনটি রঙের বিকল্পে উপলব্ধ।

Bajaj Pulsar NS200 vs N250 vs RS200 : ইঞ্জিন ও গিয়ারবক্স

Pulsar NS200-এ আছে একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত মোটরটি থেকে ২৪.১ বিএইচপি এবং ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে, Pulsar N250-এর ২৪৯.০৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড মোটরটি থেকে ২৪.১ বিএইচপি শক্তি এবং ২১.৫ এনএম টর্ক পাওয়া যায়। এতে আছে ৫-স্পিড ট্রান্সমিশন।

অন্যদিকে, Pulsar RS200-এ উপস্থিত একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। NS200-এর মতো এটি থেকেও ২৪.১ বিএইচপি শক্তি এবং ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এতেও রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

Bajaj Pulsar NS200 vs N250 vs RS200 : হার্ডওয়্যার এবং ফিচার্স

Bajaj Pulsar N250 ও RS200-এ উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং একটি মোনোশক রিয়ার অ্যাবসর্বার। যেখানে Pulsar NS200-এ রয়েছে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক অ্যাবজর্বার। এতে ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। ফিচারের প্রসঙ্গে বললে বাইকটিতে রয়েছে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। কিন্তু স্মার্টফোন কানেক্টিভিটি অনুপস্থিত এতে।

Bajaj Pulsar NS200 vs N250 vs RS200 : দাম

Pulsar NS200-এর দাম ১.৪৭ লক্ষ টাকা। যেখানে Pulsar N250-র মূল্য ১.৪১ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। আবার ফ্ল্যাগশিপ Pulsar RS200 কিনতে ১.৭১ লক্ষ টাকা খরচ পড়ে।